Connect with us
ক্রিকেট

আবারও জেতা ম্যাচ হেরে বসল রংপুর রাইডার্স

Rangpur lost in Global Super League
ভিক্টোরিয়ার কাছে হারল রংপুর। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স বারবার জিততে জিততে হেরে যাচ্ছে ম্যাচ। ১৫২ রানের লক্ষ্যে সৌম্য সরকারের ফিফটিতে দারুন শুরু করেছিল রংপুর। শেষ ৯ ওভারে প্রয়োজন ছিল ৫৬ রান; হাতে তখনও ৮ উইকেট। ওভার প্রতি ৬-এর সামান্য বেশি রান প্রয়োজন ছিল। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচে ১০ রানে পরাজিত হয় বিপিএলের এই দল।

গতকাল গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রংপুর। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিন ভিক্টোরিয়ার দেওয়া লক্ষ্য পূরণে দারুন শুরু করেছিল তারা। মাত্র চার ওভারে ৫০ রান স্কোরবোর্ডে তুলে ফেলে রংপুর। ১১ ওভারে আসে ৯৬ রান।

ওপেনিংয়ে স্টিভেন টেইলরকে সঙ্গে নিয়ে দারুন শুরু করেছিলেন সৌম্য। ৩৯ বলেই তুলে নেন নিজের অর্ধশতক। এরপর বেশি উইকেটে টিকে থাকতে পারেননি তিনি। পরবর্তীতে আর কোন ক্রিকেটার ধরতে পারেনি দলের হাল। আসা-যাওয়ার মিছিলে লেগেছিলেন তারা। ম্যাচের মোড় ঘুরে যায় ১২ থেকে ১৬ এই চার ওভারে।

আরও পড়ুন:

» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২ ডিসেম্বর ২৪)

» চীনের সঙ্গে ড্র, স্বপ্ন জয়ের পথে বাংলাদেশ

এই সময়ের মধ্যে মাত্র ১৬ রান তুলতে পারে রংপুর রাইডার্স। বিপরীতে তারা হারায় নিজেদের গুরুত্বপূর্ণ ৪ উইকেট। আর এতেই সহজ মনে হতে থাকা লক্ষ্য হয়ে ওঠে অনেক বিশাল। শেষ চার ওভারে প্রয়োজন দাঁড়ায় ৪১ রান। তবে তা আর পূরণ করতে পারেননি রিশাদরা। ১৪১ রানে থামতে হয় বাংলাদেশের প্রতিনিধিদের।

এর আগে প্রথম ম্যাচেও জয়ের খুব কাছে গিয়েও সুপার ওভারে হারতে হয় রংপুরকে। সেই ম্যাচেও রাম তারা করতে নেমে ফিনিশিংয়ে নিজেদের দুর্বলতা ফুটিয়ে তোলে তারা। শেষ দিকে ২৫ বলে ১৭ রান প্রয়োজন ছিল; বাকি ছিল ৬ উইকেট। তবে জয়ের দিকে এগোতে থাকা সেই ম্যাচ হেরেছিল রংপুর। আজও শুরুর ব্যাটিং দেখে সহজ জয় আসবে বলেই মনে করা হয়েছিল।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট