Connect with us
ক্রিকেট

শেষ জয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

Rangpur Riders
রংপুর রাইডার্স। ছবি- সংগৃহীত

নাটকীয় এক টুর্নামেন্ট যেন অতিবাহিত করছে রংপুর রাইডার্স। নিজেদের খেলা টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে রীতিমতো জেতা ম্যাচ হেরে বসেছিল বিপিএলের এই দল।এতেই গ্লোবাল সুপার লিগ থেকে তারা অনেকটা ছিটকে গিয়েছে বলে মনে করা হয়েছিল। তবে নিজেদের শেষ দুই ম্যাচে পরপর দারুন জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

আজ ভোরে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের দলকে ২৩ রানে পরাজিত করে বাংলাদেশের এই দল। এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারায় তারা। তাই নেট রানরেটে গায়ানার থেকে সামান্য পিছিয়ে থেকেও ফাইনাল নিশ্চিত করে নুরুল হাসান সোহানরা।

বৃষ্টি বাধায় এদিন ম্যাচ বন্ধ হয় একাধিকবার। শুরু হতে দেরি হওয়ায় ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। এরপর রংপুর রাইডার্স আগে ব্যাট করে ৯ ওভারে ৮৫ রান সংগ্রহ করতে ফের হানা দেয় বৃষ্টি। এতে করে আর ব্যাটিংয়ে নামতে পারেনি সোহানরা। বৃষ্টি আইনে ৯ ওভারে ১১১ রানের লক্ষ্য পায় লাহোর। তবে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা। 

আরও পড়ুন:

» ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : ড্র শেষে কে কার প্রতিপক্ষ?

» সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (৬ ডিসেম্বর ২৪)

এদিন লাহোর রান তাড়া করতে নামলে শুরুতেই তাদের বড় ধাক্কা দেন মাহেদী হাসান। দুই ওভার বল করে ১১ রান খরচায় তিনি তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেট। এছাড়া নিজের ওভারেই একটি রান আউটও করেন এই টাইগার স্পিনার। এতে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তানের এই দল। শেষ পর্যন্ত আর সেই চাপ থেকে বের হতে পারেননি তারা।

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় টুর্নামেন্টের ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। আগেই তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে রেখেছিল ভিক্টোরিয়া। এদিকে লাহোরের পয়েন্ট আগেই ছিল ৪। তবে নেট রানরেটে রংপুরের থেকে পিছিয়ে তারা। গায়ানারও সমান ৪ পয়েন্ট।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট