বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন লিটন দাস। ফরচুন বরিশালের বিপক্ষে নিজ দল ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলাকালে মাঠে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে তাকে। তবে এই খারাপ সময়ে নিজ দল ঢাকা ক্যাপিটালসকে পাশে পেয়েছেন লিটন। এবার এই অভিজ্ঞ ব্যাটারের পাশে দাঁড়াল বিপিএলের আরেক ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে লিটনের প্রতি সমর্থন জানায় রংপুর। পোস্টের ক্যাপশনে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ্য! আমরা সেই লিটন দাশকেই মনে রাখি, সমর্থন করি। শক্ত হন লিটন কুমার দাস।’
এর আগে এক ফেসবুক বার্তায় ঢাকা ক্যাপিটালস লিটনের প্রতি সমর্থন জানায়। বার্তায় তারা লিখেছে, ‘আপনি হয়ত একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’
আরও পড়ুন:
» ঢাকা ক্যাপিটালসকে পাশে পেয়ে লিটনের কৃতজ্ঞতা প্রকাশ
» তারকা পেসারকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের
ফ্রাঞ্চাইজিটি আরও লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
শুধু ফ্রাঞ্চাইজি নয়, লিটনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তার ঢাকা ক্যাপিটালসের এই সতীর্থ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনে খারাপ সময় এবং ভালো সময় দুটোই থাকে। ভালো মুহূর্তগুলো আনন্দ দেয় আর কঠিন সময়গুলো আমাদের সহনশীল হতে শেখায়। উভয়কেই আলিঙ্গন করো, কারণ এগুলোই তোমাকে গড়ে তোলে এবং কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। লিটন কুমার দাসের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে ২২ গজে খেলতে পারার অনুভূতি সত্যিই দারুণ।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে লিটনকে দুয়োধ্বনি দেওয়ার ঘটনা ঘটে। ফরচুন বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন লিটন। এ সময় গ্যালারিতে থাকা কিছু সমর্থক লিটনকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকেন। তবে এটা দেখে লিটন কোনো প্রতিক্রিয়া দেখাননি লিটন। গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/বিটি