বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর উত্তেজনা তুঙ্গে। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্সের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রংপুরের দুর্দান্ত পারফরম্যান্স বরিশালকে ৮ উইকেটে পরাজিত করে। এই জয়ের ফলে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে এবং টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে।
ফরচুন বরিশাল টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে। শুরু থেকেই তাদের ব্যাটসম্যানরা বিপাকে পড়েন। রংপুরের বোলারদের নিখুঁত লাইন-লেংথ এবং আঁটসাঁট বোলিংয়ের কারণে বরিশালের ব্যাটাররা রানের চাকা সচল রাখতে ব্যর্থ হন। পুরো ইনিংসে বরিশাল মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায়।
বরিশালের হয়ে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল, যিনি ১৮ বলে ২৮ রান করেন। তবে বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ।
রংপুর রাইডার্সের বোলাররা শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। দলের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন খুশদিল শাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইফতিখার আহমেদ ২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। নাহিদ রানা ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেন।
আরও পড়ুন:
» ভারতের অধিনায়কত্বে এলো পরিবর্তন, শেষ হতে চলেছে রোহিত অধ্যায়?
» বিপিএল ও রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (৩ জানুয়ারি ২৫)
১২৫ রানের ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোচট খায় রংপুর রাইডার্স।দলীয় দ্বিতীয় ওভারেই আজিজুল হাকিম ও তৌফিক খানের উইকেট হারায় তারা। তবে এর প্রভাব পরতে দেননি এলেক্স হিলস ও সাইফ হাসান।দুজনে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করিয়েই মাঠ ছাড়েন।
রংপুরের বোলাররা শুরুতেই চাপ সৃষ্টি করে এবং বরিশালের বড় স্কোর গড়ার আশা ধূলিসাৎ করে দেন।এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স বিপিএল ২০২৫-এ টানা তৃতীয় জয় নিশ্চিত করল। তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং শক্তিশালী স্কোয়াডের কারণে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচের পরে বলেন, ‘দল হিসেবে আমরা একসঙ্গে খেলেছি। বোলাররা অসাধারণ ছিল এবং ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলেছে। এভাবেই আমরা প্রতিটি ম্যাচে জিততে চাই।’
এই জয়ের ফলে রংপুর রাইডার্স ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, ফরচুন বরিশাল ৩ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে নিচের দিকে অবস্থান করছে। রংপুর রাইডার্সের সাইফ হাসান ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।
রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। অন্যদিকে, ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। বরিশালের জন্য পরবর্তী ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন থেকে তাদের ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/আইআর/এফএএস