সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ধোয়াশা কাটছেই না। চলতি মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে তার দেশের ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। তাই আগামী বিপিএলেও তিনি খেলতে পারবেন কি না তা অস্পষ্ট।
চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। চলতি মাসেই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খুব শীঘ্রই এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর নাম প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। তবে এবারের আসরে তিনি খেলবেন কি না বা খেললেও কোন দলের হয়ে খেলবেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহরিয়ার তানিম।
আরও পড়ুন:
» বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে আইপিএল মাতানো ৩ ক্রিকেটারের
» জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামতে চান তাওহীদ হৃদয়
এবারের বিপিএলে সাকিবের থাকছেন নাকি না এ নিয়ে তানিম বলেন, ‘এবারের বিপিএলে সাকিবের এভেইলেবেলেটি নিয়ে ডাউট আছে। এটা আমার হাতে নাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। তিনি খেলতে আসলে একটা ধারণা পাওয়া যাবে যে হয়তো বিপিএলেও তিনি খেলতে আসবেন।’
তবে সাকিব রংপুরের হয়ে খেলবেন কি না সেটা নিয়ে ভাবছেন না তানিম। তিনি চান সাকিব বিপিএলে খেলুক, ‘সবাই চায় সাকিব বিপিএল খেলুক। আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক কিংবা অন্য ফ্র্যাঞ্চাইজি, তিনি খেলুক। তিনি বাংলাদেশের সম্পদ।’
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সাকিবের নামে একজন গার্মেন্টসকর্মী হত্যার মামলা করা হয়। এর ফলে তার দেশে ফেরা নিয়ে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো কাটিয়ে উঠতে পারলেই দেশে ফিরবেন এই তারকা অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/বিটি