বিপিএলের প্রথম পর্বে কেবল এক ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে সেখানে কোন জয়ের দেখা পায়নি তারা। এবার ভাগ্য বদলের আশায় ঘরের মাঠে দারুন শুরু করেছিল সিলেট। প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে জাকির হাসান-রনি তালুকদারদের ঝড়ো ব্যাটিংয়ে ২০৫ রানের বিষয় সংগ্রহ গড়ে তারা। তবে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে জয়ের মুখ দেখা হয়নি স্ট্রাইকার্সদের।
দুইদিন বিরতি দিয়ে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। যেখানে সিলেটের দেয়া বড় টার্গেট এক ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই টপকে গিয়েছে রংপুর রাইডার্স। এতে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সদ্য গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতা এই দলটি।
সিলেটের মাটিতে এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। টানা দ্বিতীয় ম্যাচে ডাক মেরে ফিরেছেন কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুন পারফর্ম করা তরুণ ক্রিকেটার আজিজুল হাকিম তামিম। প্রথম ওভারেই তাকে ফিরেছেন তানজিম সাকিব। তবে এরপর পুরোটা ম্যাচ টেনে নিয়ে গেছেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান।
আরও পড়ুন:
» সাব্বিরকে দলে না রাখার কারণ জানাল ক্যাপিটালস
» বিপিএলের মাঝ পথে দলের শক্তি বাড়াল ঢাকা ক্যাপিটালস
৪৯ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাইফ। হাকিয়েছেন ৭ ছক্কা এবং ৪টি চার। দারুন এই ইনিংসটি থেমেছে তানজিম সাকিবের বলেই ক্যাচ দিয়ে। তবে তিনি ফিরে গেলেও দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে মাঠ ছাড়েন ওপেনার হেলস। খেলেছেন ৫৬ বলে ১১৩ রানের ইনিংস। দানবীয় এই ইনিংসের পথে তিনি মেরেছেন ৭ ছক্কা এবং ১০ চার।
ঢাকা পর্বে এর আগে রংপুরের বিপক্ষেই খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সেখানে অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল সিলেট। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ব্যাটিং দিয়েই মুগ্ধতা ছড়িয়ে ছিল তারা। রনি তালুকদার এবং জাকির হাসানের ঝড়ো ফিফটিতে ভালো শুরু পেয়েছিল সিলেট। শেষ দিকে অ্যারন জোনস এবং জাকের আলীর ক্যামিও ইনিংসে ভর করে ২০৫ রান সংগ্রহ করেছিল সিলেট স্ট্রাইকার্স।
নিজেদের মাটিতে মোট ৫ ম্যাচ খেলবে রনি তালুকদার-জাকের আলীরা। যেখানে পরবর্তী ম্যাচে আগামীকাল সন্ধ্যায় বরিশালের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহীর বিপক্ষে ঘরের মাঠে বাকি চার ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/এফএএস