গ্লোবাল সুপার লিগ জয় করে দারুন আত্মবিশ্বাস নিয়ে এবারের বিপিএল শুরু করেছিল রংপুর রাইডার্স। প্রথম দল হিসেবে এবারের টুর্নামেন্টে তারাই নিশ্চিত করেছিল প্লে অফ। টানা ৮ ম্যাচ জিতে উড়তে থাকা রংপুর এরপরই মাটিতে নেমে এসেছে টানা ৪ পরাজয়ে। আর এতেই দুঃসংবাদ পেতে হয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দলকে।
এরই মধ্যে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্বের খেলা। নির্ধারণ হয়ে গেছে প্লে অফের চার দল। তবে সবার আগে প্লে অফ রাউন্ডের জন্য টিকিট নিশ্চিত করে রাখলেও সেরা দুইয়ে থাকতে পারেনি রংপুর রাইডার্স। অবস্থান করছে তিন নম্বরে। আর এতেই টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন করে ফেলেছে তারা। হারিয়েছে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ।
আর তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হলে এলিমিনেটর পার করে আসতে হবে রংপুরকে। পয়েন্ট তালিকার তৃতীয় এবং চতুর্থ অবস্থানে থাকা দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই এলিমিনেটর ম্যাচ। আর সেখানে খেলা একমাত্র ম্যাচে হারলেই এবারের বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্টের শুরু থেকে উড়তে থাকা এই দলটির।
আরও পড়ুন:
» শেফিল্ডের হয়ে মাঠে নেমেই ম্যাচসেরা হলেন হামজা
» বিপিএলে অনিয়ম নিয়ে কড়া বার্তা বিসিবি সভাপতির
এদিকে যদি পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকতে পারত, তবে প্রথম কোয়ালিফায়ারেই খেলার সুযোগ পেতো রংপুর। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দলের সামনে তখনও থাকবে সুযোগ। এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল নিয়ে আগামী ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ।
এদিকে আগামীকাল দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচে যে দল পরাজিত হবে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে চলমান এই টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল নিশ্চিত করবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তাই এটি উভয় দলের জন্য নকআউট ম্যাচ।
এরপরেই রাতে প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। এই ম্যাচ থেকে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত হলেও সুযোগ শেষ হয়ে যাবে না। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর ও খুলনা ম্যাচের জয়ী দলের বিপক্ষে। যে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি/এফএএস