বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের জয়রথ যেন থামছেই না। আসরের শুরুতে হোচট খেলেও পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। শেষ ছয় ম্যাচে অপরাজিত সাকিব-সোহানরা।
আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। এই ম্যাচে খুলনাকে ৭৯ রানে হারিয়ে আসরের সপ্তম জয় তুলে নিয়েছে রাইডার্স বাহিনী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রান সংগ্রহ করেছে রংপুর। জবাবে ১৮.২ ওভার খেলে ১৪১ রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে রংপুর। পরবর্তীতে বিপত্তি সামাল দেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী। দুজনের ১০৯ রানের ঝোড়ো জুটিতে বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে রংপুর।
সাকিব ৩১ বলে ৬৯ এবং মেহেদী ৩৬ বলে ৬০ রান করে ফিরে গেলে শেষদিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানের ক্যামিওতে ২১৯ রানের বিশাল পুজি পায় রংপুর।
২২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে সাকিবের শিকারে পরিণত হন ক্যারিবিয়ান তারকা এভিন লুইস। এরপর একপাশ থেকে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ঝোড়ো গতিতে রান তুলে গেলেও অন্য পাশে ইমরান তাহিরের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে খুলনা।
শেষ পর্যন্ত ১৮.২ ওভার খেলে ১৪২ রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স। দলের হয়ে ৩৩ বলে ৬০ রান করেন হেলস। রংপুরের হয়ে ৫টি উইকেট শিকার করেন তাহির। এছাড়া ২টি উইকেট নেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২১৯/৫ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৪১/১০ (১৮.২ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৭৮ রানে জয়ী
আরও পড়ুন: শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এমটি