চলমান বিপিএলে অলরাউন্ডার সাকিবকে খুব একটা দেখা যায়নি। বল হাতে নিয়মিত উইকেট পেলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। কিছু কিছু ম্যাচে ব্যাটিংয়েও নামেনমি এই অলরাউন্ডার। তবে অনেকদিন পর ব্যাটে-বলের পারফরম্যান্সে অলরাউন্ডার সাকিবের দেখা মিললো বিপিএলে।
বিপিএলের ঢাকা পর্বে আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় রংপুর রাইডার্স। এ ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে ৬০ রানে হারিয়েছে রাইডার্সরা।
টস হেরে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর। দলের হয়ে রনি তালুকদার ৩৯, বাবর আজম ৪৭, সাকিব ৩৪, মোহাম্মদ নবী ২৯ রান করেন। ঢাকার হয়ে মোসাদ্দেক হোসেন ২ টি এবং আরাফাত সানি ও সাব্বির হোসেইন ১টি করে উইকেট নেন।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব-মেহেদিদের বোলিং তোপে ১১৫ রানেই গুটিয়ে যায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাইম শেখ। এছাড়া ইরফান শুক্কুর ২১ ও তাসকিন আহমেদ ১৫ রান করেন।
রংপুরের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন সাকিব। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন মেদেহি হাসান, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ।
ব্যাট হাতে ৩৪ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা সাকিব। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৭৫/৪ (২০ ওভার)
দুর্দান্ত ঢাকা: ১১৫/১০ (১৮ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৬০ রানে জয়ী
আরও পড়ুন: রোহিতের পরিবর্তে হার্দিক কেন অধিনায়ক, জানালেন মুম্বাইয়ের কোচ
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৪/এমটি