Connect with us
ক্রিকেট

রঞ্জি ট্রফি: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট

Ranji Trophy 2022-23 Winner
রঞ্জি ট্রফির ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে লাল বলের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট রঞ্জি ট্রফি৷ যুগ যুগ ধরে প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট মাতিয়ে ভারতের জাতীয় দলে এসেছে বহু ক্রিকেটার৷ বর্তমান প্রজন্মের হনুমা ভিহারি(২০১৭-১৮ মৌসুম),মায়াঙ্ক আগারওয়াল(২০১৭-১৮ মৌসুম),ঋষভ পান্তের(২০১৬-১৭ মৌসুম) মতো বড় নাম রঞ্জি ট্রফির মধ্যে ভারতের টেস্ট দলে প্রবেশ করেছে৷ জাতীয় দলের নির্বাচকদের আকৃষ্ট করতে খেলোয়াড়দের কাছে রঞ্জি ট্রফি সেরা সুযোগ৷ সম্প্রতি দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত সময় কাটানো সরফরাজ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৬৬ ইনিংসে ৬৯.৮৫ গড়ে রান করেছেন ৩৯১২ রান।

রঞ্জি ট্রফির যাত্রা

ক্রিকেটের অভিজাত ফর্মেট হিসেবে পরিচিত টেস্ট ক্রিকেটে ভারতের অভিষেকের মাত্র তিন বছরের মধ্যেই যাত্রা শুরু রঞ্জি ট্রফির৷ ১৯৩৫ সালের দিকে যাত্রা শুরু হয় ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই টুর্নামেন্টের৷ এর আগে ১৯০৯ সালের দিকে ক্রিকেট খেলতে ইংল্যান্ড সফর করে ভারত। তখন ‘অল-ইন্ডিয়া’ নামে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেন রনজিৎ সিং৷ পরবর্তীতে রনজিৎ সিংয়ের নামেই রঞ্জি ট্রফির নামকরণ করা হয়৷ ভারতীয় উপমহাদেশে ক্রিকেট যাত্রার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এই রনজিৎ সিং৷

All India Cricket Team

রনজিৎ সিংয়ের নেতৃত্বাধীন ‘অল-ইন্ডিয়া’ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত 

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৩৪ সালের ৪ নভেম্বর৷ বর্তমান চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে মুম্বাই ও মহিশূরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্টের যাত্রা৷

রঞ্জি ট্রফিতে কয়টি দল অংশগ্রহণ করে?

বর্তমানে রঞ্জি ট্রফিতে ভারতের বিভিন্ন প্রদেশের মোট ৩৮টি দলের অংশগ্রহণ রয়েছে৷ মুম্বাই, সৌরাষ্ট্র, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, বিদর্ভসহ আরো অনেক দলের অংশগ্রহণ রয়েছে৷ টুর্নামেন্টে সর্বোচ্চ সফল দল মুম্বাই৷ টুর্নামেন্টের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ৪১বার শিরোপা জিতেছে দলটি৷ এর মধ্যে ১৯৫৮ থেকে ১৯৭৩ পর্যন্ত টানা ১৫টি শিরোপা ঘরে তুলেছে মুম্বাই৷ সর্বশেষ ১০টি আসরেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি৷

যেভাবে নির্ধারিত হয় পয়েন্ট

রাউন্ড রবিন ও নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রত্যেক জয়ের জন্য রয়েছে ৬ পয়েন্ট৷ ১০ উইকেটে কিংবা ইনিংস ব্যবধানে জয়ের জন্য বোনাস হিসেবে আরো ১ পয়েন্ট। অন্যদিকে ড্রয়ের ক্ষেত্রে যে দল প্রথম ইনিংসে লিড নিয়েছে, তাদের জন্য রয়েছে ৩ পয়েন্ট৷ প্রথম ইনিংসে রান সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলে পাবে ১ পয়েন্ট। বৃষ্টি বা অন্য যেকোনো কারণে পরিত্যক্ত ম্যাচের জন্য উভয় দল পাবে এক পয়েন্ট করে।

টুর্নামেন্টের কিছু রেকর্ড

রঞ্জি ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ হায়দ্রাবাদের৷ ১৯৯৩-৯৪ মৌসুমে অন্ধ প্রদেশের বিপক্ষে ৫ উইকেটে ৯৩৫ রান সংগ্রহ করে হায়াদ্রবাদ৷ যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় রান৷ সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বনিম্ন দলীয় রানের খেতাবও রয়েছে হায়াদ্রাবাদের। ২০১০ সালে রাজস্থানের বিপক্ষে মাত্র ২১ রানে অলআউট হয় দলটি।

Wasim Jaffer

ওয়াসিম জাফর। ছবি- সংগৃহীত  

রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের কৃতিত্ব রয়েছে ওয়াসিম জাফরের। ১৯৯৬-২০২০ পর্যন্ত টানা ২৪ বছরের ক্যারিয়ারে তাঁর রানের সংখ্যা ১২ হাজার ৩৮। সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪০টি। এছাড়া, টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রাজিন্দার গোয়েল। তাঁর উইকেট সংখ্যা ৬৪০টি৷

আরও পড়ুন: যেভাবে ইংল্যান্ডে শুরু হয় ক্রিকেটের যাত্রা 

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট