Connect with us
ক্রিকেট

বাদ পড়লেন রশিদ খান, দুর্বল হলো আফগানরা

রশিদ খান। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। তবে ম্যাচে একদিন আগেই দুঃসংবাদ পেল আফগান শিবির। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন আফগান তারকা স্পিনার রশিদ খান।

কোমরের চোট থেকে মুক্তি পেতে বিশ্বকাপের পরই চিকিৎসা নেম রশিদ খান। তবে এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠেননি এই তারকা স্পিনার। যার ফলে রোহিত-কোহলিদের বিপক্ষে তাকে দলে পাচ্ছে না আফগানিস্তান। ভারত সিরিজ ছাড়া বিগ ব্যাশ ও এসএ২০ এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলা হচ্ছে না এই তারকার।

ভারতের বিপক্ষে এই সিরিজে আফগানিস্তানের নেতৃত্বে থাকবেন ইব্রাহিম জাদরান। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রশিদের অবস্থা নিয়ে জাদরান বলেন, সে (রশিদ) পুরোপুরি সুস্থ নয়। তবে ও দলের সঙ্গে থাকবে। আশা করছি সে খুব দ্রুত সেরে উঠবে। তবে এই সিরিজে সে খেলতে পারবে না।’

অবশ্য ভারত এই সিরিজের আগে রশিদের সেরে ওঠার সম্ভাবনা কিছুটা কম ছিল। তা জেনেও স্কোয়াডে রাখা হয়েছে এই ডানহাতি লেগিকে। কেননা ভারতের পিচে অনেকটাই অভিজ্ঞ রশিদ। সে না খেললেও তার পরামর্শকে কাজে লাগিয়ে ভালো করবে দল।

রশিদকে ছাড়াই ভারতকে মোকাবিলা করতে প্রস্তুত জাদরান, ‘তাকে (রশিদ) ছাড়াও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম। এই দলের প্রতি আমার বিশ্বাস আছে, আমরা ভালো খেলব। যদিও রশিদের অনুপস্থিতি কিছুটা ভোগাবে আমাদের। তবে ক্রিকেটে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়।’

ভারত সিরিজে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, রহমাত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, শারাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হাক ফারুকি, নাভিন-উল-হক, নূর আহমদ, মোহাম্মাদ সালিম, ফরিদ আহমদ, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতেই দেশে ফিরতে চান যুবদলের অধিনায়ক রাব্বি 

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট