Connect with us
ক্রিকেট

১২৩ ম্যাচে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন রশিদ খান

rashid khan gujrat
রশিদ খান।ছবি- সংগৃহীত

ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক উইকেট নেওয়া বোলার হিসেবে খ্যাতি পেয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। তার অধীনে বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটে ৬৩৫টি উইকেট রয়েছে। সম্প্রতি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে তৃতীয় দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছিলেন। তবে গতকাল রশিদ এক বিরল ঘটনায় পড়েন, যা তার আইপিএল ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা।

শনিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে রশিদ খান এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েন। আইপিএলের ইতিহাসে এটি ছিল প্রথমবার যখন রশিদ তার পুরো বোলিং কোটা পূর্ণ করতে পারেননি। গুজরাটের হয়ে এই ম্যাচে তিনি ৪ ওভার বোলিং করেননি, যা আইপিএলে তার ১২৩তম ম্যাচে এই প্রথমবার ঘটল।

আফগানিস্তানের এই লেগস্পিনার ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন এবং তার বোলিং গড় ৬.৮৬ রান প্রতি ওভার। তবে গতকালের ম্যাচে তিনি মাত্র ২ ওভার বোলিং করেন এবং ১০ রান দেন, কিন্তু কোন উইকেট পাননি। সত্ত্বেও, গুজরাট অধিনায়ক শুভমান গিল পরে আর রশিদকে বল করতে দেননি।


আরও পড়ুন

» প্রবাসী ফুটবলার নিয়ে জানা গেল বাফুফের বিশেষ পরিকল্পনা

» বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা চৌধুরী

» অভিষেক ম্যাচে নিজ জন্মভূমির বিপক্ষেই আব্বাসের বিশ্বরেকর্ড


ম্যাচ শেষে গিল বলেন, এটা সম্ভবত রশিদের প্রথম বোলিং কোটা পূর্ণ না করার ঘটনা। আমি তাকে পরে বোলিং করানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু পেসাররা ভালো বল করছিল, বিশেষ করে প্রসিধ (কৃষ্ণা), তাই আমি কেবল পেসারদেরই ব্যবহার করেছি।

গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে জেতে। সাই সুদর্শন ৬৩ রান, জস বাটলার ৩৯ রান এবং গিল ৩৮ রান করেন।

মুম্বাই ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করেছিল। গুজরাটের পেসার মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদা যথাক্রমে ৮ ও ১০ গড়ে রান দিলেও প্রসিধ তার ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন।

অন্যদিকে, এটি প্রথমবার নয়, এর আগে ৩টি ম্যাচে রশিদ বোলিং কোটা পূর্ণ করেননি, তবে সেসব ম্যাচে পুরো ২০ ওভার হয়নি। ২০১৭ সালে কলকাতার বিপক্ষে প্রথমবার ২ ওভার বোলিং করেছিলেন রশিদ, কারণ বৃষ্টির কারণে ম্যাচ ৬ ওভারে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২৪ সালে গুজরাটের রান তাড়ায় ৮.৫ ওভারেই দিল্লি ম্যাচটি জিতে নেয়। সেই ম্যাচে রশিদ খান ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ১ উইকেট নেন। অন্যদিকে, একই আসরে বেঙ্গালুরুর বিপক্ষে ১৩.৪ ওভারেই গুজরাট ম্যাচটি হারিয়ে দেয়। ওই ম্যাচে রশিদ ১.৪ ওভার বল করে ২৫ রান খরচে কোনো উইকেট পাননি।

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট