Connect with us
ক্রিকেট

জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পাড়ি দিলেন রশিদ খান

afgan crickter weadding
রশিদ খানের বিয়ের দৃশ্য। ছবি: সংগৃহীত

জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় পাড়ি দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। আতশবাজির ব্যাপক পরিদর্শনে,জমজমাট আয়োজনে বিয়ে সেড়ে ফেললেন ডান-হাতি এই লেগ স্পিনার। একই দিনে তার ৩ ভাইও বিয়ের কাজ সেড়ে ফেললেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের কাজ সাড়লেন রশিদ। ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে কঠোর নিরাপত্তায় বিয়ের অনুষ্ঠান আয়োজিত করা হয়। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বিয়ের দিনটা স্মরণ করে রাখার জন্য জাকজমকপূর্ণ আয়োজন করা হয়। রশিদের দ্বিতীয় ইনিংসের সাক্ষী হতে তার সতীর্থরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নবিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

নতুন জীবনে পাড়ি দেওয়ার জন্য অন্যতম সেরা এই স্পিনারকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রশিদের বিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মজার ছলে কিং খান হিসাবে উল্লেখ করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। মুজিব-উর-রহমান, রহমত শাহসহ অনেক তারকা ক্রিকেটারদের রশিদের বিয়ে দেখা গিয়েছে।

আর পড়ুন: সাকিবের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে দেখতে চান আসিফ

গত বছর থেকেই ভালো সময় কাটাচ্ছেন রশিদ খান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই আফগান তারকা। দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার নেতৃত্বে গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। গত ওয়ানডে বিশ্বকাপেও নিজেদের জাত চিনিয়েছেন রশিদরা। ইংল্যান্ড -পাকিস্তানের মত দলকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানরা। সেই ধারা এই বছরও অব্যাহত রেখেছেন তারা। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা কে রীতিমতো নাস্তানাবুদ করেছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার বলা হয় রশিদ খানকে। দ্রুততম ৫০ এবং ১০০ উইকেটের রেকর্ডের মালিক তিনি। অতীতে সংক্ষিপ্ত সংস্করণে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও অবস্থানে ছিলেন এই অলরাউন্ডার। দীর্ঘদিন ধরেই রশিদ আইপিএলে চেনা মুখ । এবার তিনি শুরু জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

ক্রিফোস্পোর্টস/০৪ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট