Connect with us
ক্রিকেট

ভারতে মাঠ থেকে বেরিয়ে তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিলেন রবি

bangladashi iconic fan
রবিউল ইসলাম রবি। ছবি: সংগৃহীত

পৃথিবীর যেই প্রান্তে বাংলাদেশের খেলা হয়, সেখানেই টাইগারদের সমর্থন করতে চলে যান রবিউল ইসলাম রবি (টাইগার রবি)। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে পুরো গ্যালারি মুখরিত করে রাখেন তিনি। লাল-সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশকে অনুপ্রেরণা যোগান এই বাংলাদেশ ভক্ত।

চলছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্যালারিতে বাংলাদেশ সমর্থিত দর্শক তেমন দেখা যাইনি। তবে বাংলাদেশকে সমর্থন দিতে ছিলেন টাইগার রবি ও শোয়েব। কিন্তু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে এক তিক্ত অভিজ্ঞতার স্বাক্ষী হন রবি।

চেন্নাইয়ের দর্শকের বিরুদ্ধে রবির অভিযোগ, ভারতীয় দর্শকেরা তাকে সকালের দিকে স্টেডিয়াম ছাড়তে বাধ্য করেন। সকালে যখন হাসান মাহমুদের অগ্নিঝরা বলে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে যাই, তখন টাইগার রবি ‘বাংলাদেশ- বাংলাদেশ’ স্লোগানে পুরো গ্যালারি মাতিয়ে রাখেন। তখনই ভারতীয় দর্শকের কটু কথায় টিকতে না পেরে লাঞ্চের আগে স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন তিনি।

মাঠ থেকে বেরিয়ে ভারতের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেন রবিউল ইসলাম রবি (টাইগার রবি)। তিনি বলেন, ‘কখনই ভারত বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। দরকার হলে আফগানিস্তানকে সমর্থন করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না।’

আরও পড়ুন: রোনালদোর মতে ইয়ামাল হবেন এই প্রজন্মের সেরা ফুটবলার

একটি গণমাধ্যকে ভারতে নিজের তিক্ত অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে গিয়ে টাইগার রবি বলেন, ‘আমি রাস্তায় হাঁটতে গেলেও আমাকে মওকা মওকা বলে গালি দেয়। হিন্দি ভাষা আমি কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল, তিনি বলেছেন আপনাকে বাজে ভাষায় গালি দিচ্ছে।

লাল-সবুজের পতাকা উড়াতে দেয়নি বলে উল্লেখ করে রবি বলেন, ‘পতাকা উড়াতে দেয় না আমাকে। আমি দেখিয়েছি আমি মাঠে ঢুকেছি টিকিট নিয়ে। আইসিসি ফ্যামিলি মেম্বার আমি। এরপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। আমাকে মুশফিকুর রহিম টিকিট দিয়েছে। বাংলাদেশ বা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই সম্মান পাইনি।’

এছাড়াও টাইগার সমর্থক আরও বলেন, কোনোদিনও ভারত বাংলাদেশের ভালো চায় না। দরকার হলে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। সিকিউরিটির কাছে সাহায্য চেয়েছি আমি, কিন্তু পাইনি। তবে তারা বাংলাদেশে গেলে আমরা অনেক সাহায্য করি, সুধীরকেও করি। আমার মা-বোন তুলে গালাগালি করেছে তারা। তারা বলে বাংলাদেশের সব খেলোয়াড়রা নাকি আমার বাপ।’

বাংলাদেশের মানুষ আমার সঙ্গে আছে জানিয়ে রবি বলেন, ‘ বাংলাদেশের পতাকা আমি উড়াবোই, যদি তাতেব আমার বুকে গুলিও চালায়। সহ্য করতে না পেরে একটা সময় আমি বলেছি, আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও পতাকা উড়ানো থামবে না আমার। যদি তারা গুলি চালায় আমি চেন্নাইয়ের মাঠে পতাকা উড়াবোই। যে কোনো কিছুর বিনিময়ে।’

বাংলাদেশবাসীর কাছে দোয়া চেয়ে টাইগার রবি বলেন, ‘ আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে দেশে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ-কষ্ট থাকবে না। মাইর খেলেও দুঃখ থাকবে না। মরে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। আমি দেশের জয় চাই।’

পরিশেষে টাইগার ভক্ত বলেন,’ বাংলাদেশ সর্বকালের সেরা দল করেছে। আম্পায়ার দুটি কল দেয়নি। ১৩ জনের বিপক্ষে খেলছি আমরা। আমরা পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।’

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট