Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা কতটুকু, জানালেন রবি শাস্ত্রী

Ravi Shastri reveals Bangladesh's chances of playing in the semis
বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা জানালেন রবি শাস্ত্রী। ছবি- সংগৃহীত

প্রায় ৭ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। গত আসরে সেমিফাইনালে খেলা বাংলাদেশ এবারও বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। তবে গ্রুপ পর্বেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে টাইগারদের। স্বাগতিক পাকিস্তান-সহ ভারত, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে মোকাবিলা করতে হবে টাইগারদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্যের কথা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি আমরা।’ তবে চ্যাম্পিয়ন হতে গেলে সবার আগে গ্রুপ পর্বে বাধা টপকে সেমিফাইনাল খেলতে হবে হবে টাইগারদের। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে থেকে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু? এবার এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমির দৌড়ে তার নিজ দেশ ভারতকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী। আর দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ডের চেয়ে পাকিস্তানকেই বেশি এগিয়ে রাখছেন তিনি। তবে সেমিতে বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা দেখছেন না তিনি। টাইগাররা যে কাউকে বিপদে ফেলার সক্ষমতা রাখলেও অভিজ্ঞতা বিবেচনায় ভারত-পাকিস্তানকেই সেমিতে দেখছেন এই সাবেক।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ?

» এবার পারিশ্রমিক ইস্যুতে অভিযোগ তুললেন মুনিম শাহরিয়ার 

শাস্ত্রী বলেন, ‘সেমিফাইনালের দৌড়ে আমি ভারত-পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান তাদের ঘরের মাটিতে পরিচিত কন্ডিশনে খেলবে। শুধু ভারতের বিপক্ষে খেলবে দুবাইতে। আর ভারতের মান যথেষ্ট ভালো। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দলটি তৈরি করা হয়েছে। আমি মনে করি এই গ্রুপ থেকে তারাই সেমিফাইনাল খেলবে।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের কথাও অবশ্যই বলতে হয়। ওরা যে কাউকে আপসেট করে দেওয়ার মতো দল। তাছাড়া বাংলাদেশও এর আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। সবমিলিয়ে এটা একটা কঠিন গ্রুপ। তবে অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকেই সেমির দৌড়ে এগিয়ে রাখবো।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিংও বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সও বেশ হতাশাজনক। সবশেষ দুই ওয়ানডে সিরিজে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে টাইগাররা। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে। সুযোগ রয়েছে রবি শাস্ত্রী-রিকি পন্টিংদের ভুল প্রমাণ করার। এখন দেখা পালা প্রত্যাশার কতটা পূরণ করতে পারেন শান্তরা।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট