আইপিএল ইতিহাসে প্রথমবারের নিজেদের দলের নাম পরিবর্তন করল বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। ২০০৮ সাল থেকে আইপিএলে যুক্ত হওয়া ‘রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর’ এবার ১৭তম আইপিএল শুরুর মাত্র তিনদিন আগে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেছে দলের নাম।
দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুর নামের সঙ্গে মিল রেখে পরিবর্তন করা হয়েছে তাদের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজির নাম। এখন থেকে ‘রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর’ এর পরিবর্তে কোহলিদের দলকে ডাকা হবে ‘রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু’ হিসেবে। যেখানে নামের শেষাংশে হয়েছে ছোট একটি পরিবর্তন।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির নতুন মোরক উন্মোচন বা আনবক্স অনুষ্ঠানে নিজেদের নাম পরিবর্তনের এই ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিসকর্তৃপক্ষ। পাশাপাশি দলের নতুন নাম সম্বলিত লোগো প্রকাশিত করে দলটি।
এছাড়াও সদ্য সমাপ্ত ডব্লিউপিএলে শিরোপা জিতে প্রথমবারের মতো আরসিবির শোকেসে কোন ট্রফি যোগ করে দেওয়া নারী ক্রিকেটারদের জয় উদযাপন করা হয়েছে এদিন। আরসিবি আনবক্স এই অনুষ্ঠানে নতুন করে নিজেদের ব্র্যান্ডিং করেছে আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি দলটি।
স্থানীয় ভাষায় উচ্চারণ অনুযায়ী এর আগে ২০১৪ সালে সরকারিভাবে ব্যাঙ্গালোর শহরের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বেঙ্গালুরু। তবে আইপিএলে নিজেদের নাম সেই পরিবর্তন এতোদিন আনেনি ফ্র্যাঞ্চাইজিটি। এবার আইপিএলের নতুন আসল শুরুর আগেই এমন বদলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আরও পড়ুন: টিভিতে দেখাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/২০+মার্চ২৪/এফএএস