Connect with us
ফুটবল

সামাজিক মাধ্যমে অনন্য মাইলফলক স্পর্শ করে যা বললেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- রোনালদো

বিশ্ব ফুটবলের এক মহাতারকার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স হলেও এখনো দিব্যি ছুটে চলেছেন তারুণ্যের মতোই। প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন নতুন নতুন রেকর্ড। এবার নতুন আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন এই পর্তুগিজ তারকা। যদিও এবার সেটি মাঠে নয়, করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইতিহাসের প্রথম অ্যাথলেট বা ক্রীড়া ব্যাক্তি হিসেবে সামাজিক মাধ্যমে ১ বিলিয়ন অথবা ১০০ কোটি ফলোয়ার পূরণ করেছেন রোনালদো। সামাজিক মাধ্যমে বিভিন্ন প্লাটফর্ম যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ইউটিউব রয়েছে তার। সকল প্লাটফর্মের অনুসারী বা ফলোয়ার সংখ্যা মিলিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো।

নতুন এই কীর্তি করে রোনালদো নিজেই বিষয়টি জানিয়েছেন তার ভক্ত সমর্থকদের। সকল সামাজিক মাধ্যম প্লাটফর্মে একটি পোস্ট করে নিজের অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন এই দীর্ঘ পথ চলায় তার পাশে থাকার জন্যে। নিজের সেরা সাফল্য এখনও আসতে বাকি বলে উল্লেখ করেছেন এই তারকা ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি– ১ বিলিয়ন ফলোয়ার! এটি কেবল একটি সংখ্যা নয়, তার চেয়েও বেশি। এটি আমাদের ছড়িয়ে দেয়া আবেগ, পথচলা এবং খেলা এবং এর বাইরের ভালবাসার একটি প্রমাণ৷’

নিজের শুরু থেকে এখন অব্দি লম্বা যাত্রায় বড় একটি পরিবার পাওয়ার কথাও জানান তিনি, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় স্টেজ পর্যন্ত, আমি সবসময় আমার পরিবারের জন্য এবং আপনাদের জন্য খেলেছি। আর এখন আমরা ১ বিলিয়ন সদস্যের পরিবার।’

তবে এই যাত্রা তার একার নয় বলেও উল্লেখ করেছেন রোনালদো। লিখেছেন, ‘আপনি প্রতিটি পদক্ষেপে, আমার ভালো-মন্দ উভয় সময়ই আমার সাথে ছিলেন। এই যাত্রা আমাদের সকলের যাত্রা। আর আমরা একসাথে দেখেছি যে একসাথে আমরা যা অর্জন করতে পারি তার কোন সীমা নেই।

নিজের সেরা সাফল্য এখনও আসতে বাকি উল্লেখ করে রোনালদো বলেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য, আপনার সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সেরাটি এখনও আসতে বাকি। আমরা আরও ওপরে উঠতে, জয় এবং ইতিহাস তৈরি করতে থাকব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মের মধ্যে ইনস্টাগ্রাম একাউন্টে রোনালদোর অনুসারী সংখ্যা প্রায় ৬৩৮ মিলিয়ন। এছাড়া ফেসবুকে ১৭০ মিলিয়ন, এক্সে ১১৩ মিলিয়ন ও ইউটিউবে ৬০ মিলিয়নের বেশি ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছে তার। কুয়াইশোউ ও ওইবোর মতো প্লাটফর্মেও অসংখ্য অনুসারে রয়েছে রোনালদোর।

আরও পড়ুন: বাংলাদেশকে হারাতে তেমন সমস্যা হবে না, বলছেন দীনেশ কার্তিক

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল