Connect with us
ফুটবল

ভিনির জন্য প্রস্তুত গোল্ডেন বুট, ব্যালন ডি’অর উঠছে তার হাতেই?

Vinicius Junior with Ballon d'or and Golden boot
ভিনিসিয়াস জুনিয়র ও ব্যালন ডি'অর। ছবি- সংগৃহীত

প্রতিবছরের মত এবারও দেওয়া হবে মৌসুমীর সেরা ফুটবলার স্বীকৃতি। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যালন ডি’অর জয়ের আলোচনায় এবার রয়েছে একাধিক নাম।

২০২৩-২৪ মৌসুমে দারুন পারফরম্যান্স করে ব্যালন ডি’অর জয়ের রেসে অনেকটাই এগিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে সেরা ফুটবলারের এই পুরস্কারের দৌড়ে তার সঙ্গে রয়েছেন রদ্রি, বেলিংহ্যাম কিংবা লাউতারো মার্তিনেজের মতো ফুটবলার।

তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী এবার ব্যালন ডি’ওর জিততে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। এবার এই বিষয় নিয়ে চমৎকার একটি তথ্য জানিয়েছে ক্রীড়া জগতের জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেন রোমানো। যেখানে তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কার বরাত দিয়ে লিখেছেন, ব্যালন ডি’অর জিততে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রের জন্য ইতোমধ্যে গোল্ডেন বুট প্রস্তুত করে রেখেছে নাইক।

এর আগেও দেখা গিয়েছে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারদের গোল্ডেন বুট উপহার দেয় বিশ্বের জনপ্রিয় জুতোর ব্র্যান্ড নাইক। জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কার তথ্য অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়রের জন্য গোল্ডেন বুট প্রস্তুত রেখেছে এই প্রতিষ্ঠানটি। তাই অনেকে ধারণা করছেন এবার এই ব্রাজিলিয়ানের হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর।

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। খুব দ্রুতই সহযোগীর ভূমিকা থেকে দলের প্রধান ফুটবলারের ভূমিকায় উঠে এসেছেন এই ফুটবলার।

আরও পড়ুন: বুড়ো হাঁড়ের ভেলকিতে চমকপ্রদ আমির

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল