
অবশেষে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে কোপা দেল রে’র ফাইনালে খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফাইনাল ম্যাচের রেফারিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, সংবাদ সম্মেলন না আসা, দুই দলের কর্মকর্তাদের আনুষ্ঠানিক ডিনারে অংশগ্রহণ না করা—সব মিলিয়ে গুঞ্জন উঠেছিল ফাইনাল বয়কট করতে পারে রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত এক আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফাইনালে খেলার কথা জানিয়েছে ক্লাবটি।
এবারের কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বার্সেলোনা। আর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে ফাইনালের আগে কিছুটা ফুরফুরে মেজাজেই থাকবে বার্সেলোনা। কেননা সবশেষ দুই এল ক্লাসিকোতে বার্সার কাছে পাত্তাই পায়নি লস ব্লাঙ্কোসরা। এর মধ্যে একটি ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।
গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের ৫-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তোলেন লামিন-রাফিনহারা।
আরও পড়ুন:
» চমক রেখে বাংলাদেশ ‘এ’ দলের নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
» ব্যাটিংয়ে রান না পেলেও সতীর্থদের পাশে পাচ্ছেন মুশফিক
চলতি মৌমুসে তৃতীয়বারের মতো এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। সবশেষ সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। এবারের কোপা দেল রে’র ফাইনালও অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এবারের এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে সেভিয়ার মাঠে। তাই হোম এভভান্টেজ পাচ্ছে না কোনো দলই।
সবশেষ দুই এল ক্লাসিকো বার্সা জয় পেলেও এবার কার পক্ষে যাচ্ছে ফলাফল। রিয়াল কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি আরেকটি শিরোপা হাতছাড়া করবে! সেটা সময়ই বলে দেবে। তবে দেখে নেওয়া যাক সামগ্রিক পরিসংখ্যান কি বলছে।
পরিসংখ্যানে কে এগিয়ে?
সামগ্রিকভাবে এল ক্লাসিকোতে বার্সেলোনার চেয়ে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ১০৫ জয়ের বিপরীতে ১০২ ম্যাচে জয় পেয়ে কাতালান ক্লাবটি। তাছাড়া সবশেষ পাঁচ দেখায় বার্সার ২ জয়ের বিপরীতে রিয়াল জয় পেয়েছে ৩ ম্যাচে।
তবে কোপা দেল রে’র পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনা। এখন পর্যন্ত ৩৭ দেখায় ১৬ বার জিতেছে বার্সা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ১৩ ম্যাচে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে। এর মধ্যে ৭টি ছিল ফাইনাল। সেখানে আবার এগিয়ে রিয়াল। এখন পর্যন্ত ৪ ফাইনাল জিতে নিয়েছে লস ব্লাঙ্কোসরা, অন্যদিকে ৩টি ফাইনালে জয় পেয়েছে বার্সা। এখন দেখার পালা ফাইনালে অষ্টম বারের দেখায় রিয়াল আরেকটি জয় তুলে নেবে, নাকি বার্সা সমতায় ফিরবে।
বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ২ টায় কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। স্পেনের সেভিল নগরে দে লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/বিটি
