স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে ওশাসুনাকে পরাজিত করে ফাইনালে রিয়ালের প্রতিদ্বন্দ্বি বনে গেল বার্সেলোনা। এতে করে বছরের শুরুতেই এল ক্লাসিকো দেখার সুযোগ পেল ফুটবল প্রেমীরা।
ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা ‘এল ক্লাসিকো’ বা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার লড়াই। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা মুখিয়ে থাকে এই দুই দলের মহারণ উপভোগ করতে। আর সেটি যদি হয় কোন টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয়ের লড়াই, তাহলে সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায় সেই ম্যাচ।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে ওশাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে গোল দুটি করেন রবার্ট লেভানদোভস্কি ও লামিন ইয়ামাল।
এর আগে প্রথম সেমিফাইনালে বুধবার (১০ জানুয়ারি) উত্তেজনাকর লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোসরা। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোল সমতায় শেষ হলে অতিরিক্ত মিনিটের খেলায় জোসেলু ও ব্রাহিম দিয়াজের গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
বছরের শুরুতেই ট্রফি জয়ের দ্বার প্রান্তে রিয়াল ও বার্সা। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে ২৯৭ ম্যাচের মধ্যে ১২৪ টিতে জয় পেয়েছে বার্সা। অন্যদিকে ১০৯ ম্যাচে জিতেছে রিয়াল। বাকি ৬৪ ম্যাচ হয়েছে ড্র। তবে স্প্যানিশ সুপার কাপের পরিসংখ্যানে এগিয়ে আছে রিয়াল। ১৬ ম্যাচের মধ্যে তারা জিতেছে ৯ ম্যাচ; বার্সার খাতায় জয় ৫ ম্যাচ।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৪ সালের প্রথম ‘এল ক্লাসিকো’ লা লিগায় হওয়ার কথা ছিল ২১ এপ্রিল । তবে তার আগেই দুর্দান্ত পারফরমেন্সে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী রোববার (১৪ জানুয়ারি) রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে বাংলাদেশ সময়ের রাত ১টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলের সাফল্যে সেরা পাঁচ দল
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এফএএস