Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিতে রাতে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

Real-Bayern face off in the first semi of the Champions League tonight
আজ রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলের অন্যতম সেরা রাতগুলোর মধ্যে একটি হলো আজ। কেননা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে আজ রাত ১ টায় মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাসিকো খ্যাত এই লড়াইয়ের আগে দুই দলের পরিস্থিতি দুই রকমের। হাইভোল্টেজ ম্যাচটি বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালের প্রথম লেগের আগে অবশ্য সব দিক বিবেচনায় বাভারিয়ানদের চেয়ে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখছে অধিকাংশ ফুটবল বোদ্ধারা। ইতোমধ্যে মৌসুমে সুপার কাপ জিতে রেখেছে রিয়াল, লিগ শিরোপা থেকেও মাত্র ৪ পয়েন্ট দূরে লস ব্লাঙ্কোসরা।

নিজেদের স্কোয়াডেও আপাতত তেমন কোন ইনজুরি সমস্যা নেই। তার উপর টুর্নামেন্টে হট ফেভারিট ম্যান সিটিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাই বায়ার্নের মাঠে প্রথম লেগ হলেও আত্মবিশ্বাসী রিয়ালকে একদম পিছিয়ে রাখা যাচ্ছে না।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের অবস্থা ঠিক যেন রিয়াল মাদ্রিদের বিপরীত চিত্র। স্বদেশী থমাস টুখেলের অধীনে মৌসুমটা মোটেই ভালো কাটেনি বাভারিয়ানদের। দীর্ঘ ১১ বছরের দৌরাত্ম্য ভেঙে বায়ার লেভারকুসেন লিগ শিরোপা বগল দাবা করেছে।

জার্মান সুপার কাপও খুইয়ে এই মুহুর্তে তাদের শেষ ভরসা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শেষ রাউন্ডে আর্সেনালকে হারিয়ে সেমিতে ওঠা টুখেলের শিষ্যরা তাই নিজেদের শেষ সুযোগ কাজে লাগাতে বদ্ধ পরিকর।

দুই দলের ইউরোপিয়ান প্রতিযোগিতায় লড়াই যে কতটা হাড্ডাহাড্ডি হয় সেটা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট বোঝা যায়। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ২৬ দেখায় রিয়ালের জয় ১২ ম্যাচে, বায়ার্নে ১১ ম্যাচে আর ৩ ম্যাচ ড্র হয়েছে।

রিয়াল মাদ্রিদ বায়ার্নের বিপক্ষে মোট ৪১ টি গোল করেছে। অপর দিকে রিয়ালের জালে বাভারিয়ানদের গোল জড়ানোর সংখ্যা ৩৯ টি। সুতরাং বোঝাই যাচ্ছে, ইউরোপিয়ান ক্লাসিকো ফুটবল ভক্তদের কখনোই হতাশ করে না।

তবে আজকের ম্যাচে রিয়ালের জন্য অনুপ্রেরণা খোঁজার মত বেশ কিছু বিষয় রয়েছে। এই যেমন চ্যাম্পিয়ন্স লিগে শেষ তিন মৌসুমের দেখায় প্রতিবারই বায়ার্ন মিউনিখের স্বপ্নে বাঁধ সেধেছে লস ব্লাঙ্কোসরা।

এর মধ্যে রিয়ালের বহুল কাঙ্ক্ষিত লা ডেসিমা জয়ের মৌসুমে সেমিফাইনালে এই বায়ার্ন মিউনিখকেই দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল গ্যালাক্টিকোসরা।

সেবার আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে ৪-০ গোলে জয়ের সুখ স্মৃতি তো আছেই। তখনও রিয়ালের ডাগআউটে কোচ হিসেবে ছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।

তাই আজকের লড়াইয়ের আগে রিয়াল নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা চাইলে খুঁজে নিতেই পারে। অবশ্য লড়াইয়ের আগে দুই দলের ফুটবলাররাই প্রতিপক্ষকে বেশ সমীহ করেই কথা বলছেন।

হাইভোল্টেজ ম্যাচের আগে দুই দলই তাদের প্রায় ফুল ফিট স্কোয়াড নিয়েই মাঠে নামতে পারবে। রিয়ালের এক নম্বর গোলরক্ষক কোর্তোয়া দীর্ঘ দিন পর চোট থেকে ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছে।

শুধু কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজকের ম্যাচে রিয়ালের রাইটব্যাক দানি কার্ভাহাল খেলতে পারছেন না। তার জায়গায় লুকাস ভাস্কেজকে একাদশে দেখা যেতে পারে।

অপরদিকে চোটে পড়ে দলের বাইরে আছেন বায়ার্নের ডাচ ডিফেন্ডার ম্যাথিইয়াস ডি লিখট। তবে ইনজুরি থেকে স্কোয়াডে ফিরেছেন লেফট ব্যাক আলফনসো ডেভিস। এছাড়া দলে তেমন কোন সমস্যা নেই বললেই চলে।

আরও পড়ুন: ফুটবলে নতুন ইতিহাস, পুরুষদের ম্যাচে তিনজনই নারী রেফারি 

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল