লা লিগায় গেটাফেকে হারিয়ে ফের টেবিলের শীর্ষ স্থানে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে রিয়ালের সঙ্গে শিরোপার লড়াই জিরোনার জমেছে বেশ। এক ম্যাচ বেশি খেলে কিছুদিন আগেই লা লিগার শীর্ষে উঠে এসেছিল জিরোনা।
গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্পেনের কলোসিয়াম স্টেডিয়ামে গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে গেল বারের রানার্সআপরা। এই ম্যাচে জার্মান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার হোসেলুর জোড়া গোলে লা লিগায় নিজেদের পুরনো অবস্থান ফিরে পেয়েছে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের মাত্র ১৪ মিনিটেই হেড থেকে দলকে লিড এনে দেন হোসেলু। গোল দেওয়ার পর ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ।
তবে একাধিক আক্রমণ করেও প্রথমার্ধে আর সফলতা পায়নি রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। দ্বিতীয় আর্ধের শুরুতেই তাই সফলতা পেয়ে যায় তারা।
ম্যাচের ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দ্বিতীয় গোল করেন হোসেলু। এরপর ম্যাচে আরো কিছু আক্রমণ করলেও গেটাফের জমাট রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে রিয়াল।
এই জয়ে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ফের লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে গেটাফে।
আরও পড়ুন: মেসির ইন্টার মায়ামির জালে আল-নাসরের ‘হাফ ডজন’ গোল
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এফএএস