Connect with us
ফুটবল

রবিবার একে অপরের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

Real Madrid vs Barcelona
আগামী রোববার মুখোমুখি হবে বার্সা-রিয়াল। ছবি - সংগৃহীত

লা লিগা হোক বা অন্য কোনো প্রতিযোগিতা, রিয়াল-বার্সা ম্যাচ মানেই যেন ফুটবল বিশ্বের দু’ভাগে ভাগ হয়ে যাওয়া। যদিও ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরু হতে এখনো খানিকটা সময় বাকি, তবে এল ক্লাসিকোর জন্য এবার আর অত সময় অপেক্ষা করতে হচ্ছে না ভক্ত-সমর্থকদের। আগামী রবিবার (০৪ আগস্ট) প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

মূলত নতুন মৌসুম শুরুর আগে উভয় দলই নিজেদের প্রস্তুতি ও দল গুছিয়ে নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে দুই দলই তিনটি করে প্রীতি ম্যাচ খেলবে। এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

নতুন কোচের অধীনে বার্সেলোনা নিজেদের প্রথম প্রীতি ম্যাচ খেলবে ৩১ জুলাই (মঙ্গলবার) ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এরপর রিয়ালের সঙ্গে ০৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলার পর নিজেদের শেষ ম্যাচে ৭ তারিখে এসি মিলানকে মোকাবিলা করবে। রিয়াল-বার্সার এল ক্লাসিকো মহারণটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। বার্সা ইতালিয়ান জায়ান্ট মিলানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাল্টিমোরে।

অন্য দিকে, রিয়ালও তিন ম্যাচ খেলে নিজেদের প্রী-সিজনের প্রস্তুতি সম্পন্ন করবে। এল ক্লাসিকোর আগে আগামী বুধবার তাদের প্রতিপক্ষ এসি মিলান। তারপর রবিবার বার্সার বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। ০৭ তারিখ বুধবার চেলসির বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলে নিজেদের প্রী-সিজন ট্যুর শেষ করবে লস ব্লাঙ্কোসরা।

নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের সাদা জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে, এন্ড্রিকের মত সদ্য যোগদান করা ফুটবলারদের।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল