Connect with us
ফুটবল

জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পাকাপোক্ত করল রিয়াল মাদ্রিদ

Real madrid defeated Girona
রিয়াল মাদ্রিদের গোল উদযাপন। ছবি- সংগৃহীত

চলতি লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইটা বেশ জমেছিল জিরোনার। টেবিলের শীর্ষস্থান ধরে রাখার জন্য গোটা মৌসুমে কেবল জিরোনা চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছিল রিয়ালকে। তাই লিগে এখনও অনেকটা পথ বাকি থাকলেও এই ম্যাচটাকে শিরোপা নির্ধারণের জন্যে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল।

গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) ঘরের মাঠে জিরোনাকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন রিয়াল স্পেনের অন্যতম সেরা দল। জুড বেলিংহামের জোড়া গোলে জিরোনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল রিয়াল মাদ্রিদ।

এদিন ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের মাত্র ৬ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস। ম্যাচের ৩৫ তম মিনিটে গোল করে রিয়ালের ব্যবধান বাড়ান জুড বেলিংহাম। এই গোলেও জড়িয়ে ছিল ভেনিসিয়াসের নাম।

মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল বক্সের কাছে পেয়ে যান বেলিংহাম। বামে চেপে গোলকিপারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক আড়াআড়ি ফিনিশিংয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন তিনি। ২-০ গোলের ব্যবধানে থেকেই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে আক্রমণ আরো জোরালো করে আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ৫৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন জুড বেলিংহাম। বক্সের মধ্যে ভেনিসিয়াসের বাড়িয়ে দেওয়া বল গোলকিপার ঠিক মত রুখতে না পারলে ফিরতে বল পেয়ে প্রথমটা টাচে জালে জড়ান বেলিংহাম। ম্যাচের ৬১ মিনিটে আরও একটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান রদ্রিগো।

এতে করে চলতি মৌসুমে চমক দেখানো জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ভালোভাবে ধরে রাখল রিয়াল। এদিকে জিরোনা গোটা আসরে কেবল দুটি ম্যাচ হেরেছে, তাও রিয়াল মাদ্রিদের কাছেই। রিয়ালের কাছে প্রথম হারের পর টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকা জিরোনা ফের হারল রিয়ালের সঙ্গেই।

এই জয় থেকে লা লিগার পয়েন্ট তালিকায় খেলা ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে জিরোনা। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বার্সেলোনা।

আরও পড়ুন: ফাইনালে আর্জেন্টিনার জালে জোড়া গোল দিয়ে শিরোপা জিতল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল