স্প্যানিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ কোপা দেল রে-র শেষ ১৬-তে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। চতুর্থ স্তরের ক্লাব দেপোর্তিভো মিনেরার বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় মুরসিয়ার এস্তাদিও মিউনিসিপাল কার্তাগোনোভায়। রিয়াল মাদ্রিদের হয়ে ফেদেরিকো ভালভের্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আরদা গুলার (দুটি) এবং অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ গোল করেন।
খেলার শুরু থেকেই রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের ওপর চাপে রাখে। মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন উরুগুইয়ান তারকা ফেদেরিকো ভালভের্দে। ব্রাহিম দিয়াজের নিচু ক্রস ডিফেন্ডারদের ভুলে ফাঁকা হয়ে যায়, আর সেটিকে কাজে লাগিয়ে নিচু শটে গোল করেন ভালভের্দে। এরপর মাত্র ১৩ মিনিটেই এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় গোলটি করেন। ফ্রান গার্সিয়ার দারুণ ক্রস থেকে হেড করে গোলটি করেন এই ফরাসি মিডফিল্ডার।
খেলার ২৯তম মিনিটে তৃতীয় গোলটি আসে তুর্কি মেসি খ্যাত তরুণ তারকা আরদা গুলারের পা থেকে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে শটটি দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
আরও পড়ুন :
» ক্লাব ফুটবলে দলবদলের নতুন সিদ্ধান্ত বাফুফের
» বিপিএলে দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৭ জানুয়ারি ২৫)
» পেনাল্টি মিস, লাল কার্ড হজম, তবুও শেষের ঝলকে জিতল রিয়াল
বিরতির পরও রিয়াল মাদ্রিদ নিজেদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনেনি। আক্রমণাত্মক ফুটবল খেলা অব্যাহত রাখে তারা। ম্যাচের ৫৫ মিনিটে চতুর্থ গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। ব্রাহিম দিয়াজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনি প্রতিপক্ষ গোলরক্ষক ফ্রান মার্টিনেজকে পরাস্ত করেন।
ম্যাচের শেষদিকে, ৮৮তম মিনিটে আরেকটি গোল করেন আরদা গুলার। ফ্রান গার্সিয়ার নিচু ক্রস ধরে ছয় গজ বক্সের মধ্যে থেকে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচের পুরো সময় দেপোর্তিভো মিনেরা আক্রমণ করার সুযোগ পেলেও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ছিল দুর্দান্ত। দলটি তাদের রক্ষণে কোনো ভুল করেনি, যা তাদের চতুর্থ ক্লিন শিট এনে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, রিয়াল মাদ্রিদ তাদের গত ২১টি কোপা দেল রে ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছে।
রিয়াল মাদ্রিদ মুরসিয়ার ক্লাবগুলোর বিপক্ষে তাদের শেষ ১১টি কোপা দেল রে ম্যাচে অপরাজিত রয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে ৯টিতে তারা জয় লাভ করেছে। এই ধারাবাহিকতা তাদের ঘরোয়া প্রতিযোগিতায় শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ভালভের্দের করা গোলটি এই মৌসুমের কোপা দেল রে-র দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়েছে। মাত্র ৪ মিনিট ৪৬ সেকেন্ডে গোলটি করেন তিনি।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের পরে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের দল আজ অসাধারণ খেলেছে। শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ছিলাম এবং দ্রুত গোল পেয়েছি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমি দলের রক্ষণভাগের প্রশংসা করব কারণ তারা প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি।”
অন্যদিকে দেপোর্তিভো মিনেরার কোচ ম্যাচের পরে বলেন, “রিয়াল মাদ্রিদের মতো বিশ্বমানের দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বড় সুযোগ এবং অভিজ্ঞতা। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তবে তাদের মানের সঙ্গে পাল্লা দেওয়া আমাদের জন্য কঠিন ছিল।”
রিয়াল মাদ্রিদের অধিনায়ক ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “আমরা এই জয়ে খুব খুশি। প্রতিটি খেলোয়াড় তার ভূমিকা দারুণভাবে পালন করেছে। এই জয় আমাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস জোগাবে।”
দেপোর্তিভো মিনেরার খেলোয়াড়রা ম্যাচের পরে স্বীকার করেন যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এক খেলোয়াড় বলেন, “আমরা আমাদের সেরা চেষ্টা করেছি। তবে রিয়াল মাদ্রিদের মানের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ নয়। আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।”
রিয়াল মাদ্রিদের এই বড় জয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা দলকে অভিনন্দন জানিয়েছেন এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন। অনেক সমর্থক আরদা গুলারের প্রশংসা করেছেন, কারণ এই তরুণ তারকা দুইটি গোল করে নিজেকে প্রমাণ করেছেন।
এই জয়ের পর রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচটি লা লিগায়। তারা বর্তমানে শীর্ষ স্থানের জন্য লড়াই করছে এবং শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। কোপা দেল রে-তে তাদের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণের জন্য ড্র অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে।
রিয়াল মাদ্রিদ কোপা দেল রে-তে দেপোর্তিভো মিনেরার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে। এই জয় তাদের ঘরোয়া প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স দলের জন্য বড় প্রাপ্তি। আনচেলত্তির দলের লক্ষ্য এখন এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী ধাপগুলোতে আরও ভালো খেলা। সমর্থকদের প্রত্যাশা, রিয়াল মাদ্রিদ এবার কোপা দেল রে শিরোপা ঘরে তুলতে সক্ষম হবে।
দেপোর্তিভো মিনেরা ও রিয়াল মাদ্রিদের ম্যাচের পরিসংখ্যান
- রিয়াল মাদ্রিদ ৫-০দেপোর্তিভো মিনেরা
- ফেদেরিকো ভালভের্দে (৫ মিনিট)
- এদুয়ার্দো কামাভিঙ্গা (১৩ মিনিট)
- আরদা গুলার (২৯ এবং ৮৮ মিনিট)
- লুকা মদ্রিচ (৫৫ মিনিট)
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২০২৫/আইএইচআর/এসএ