Connect with us
ফুটবল

আবারো অ্যাতলেটিকোতে আটকে গেল রিয়াল মাদ্রিদ

Real Madrid vs Atlético Madrid
দুই মাদ্রিদ নগরীর ম্যাচটি ১-১ সমতায় ড্র হয়েছে। ছবি- সংগৃহীত

কোপা দেল রের রাউন্ড অব সিক্সটিনে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার লা লিগার ম্যাচেও রিয়ালের জয় রুখে দিলো দিয়েগো সিমিওনের দল। শেষ মুহূর্তের গোলে রিয়ালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দিয়েগো সিমিওনের দল।

গতকাল (৫ ফেব্রুয়ারি) রাতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয়ছে ম্যাচটি।

বার্নাব্যুতে দুই মাদ্রিদ নগরীর লড়াইয়ে ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে খেলা ব্রাহিম দিয়াজের গোলে ১-০ তে লিড নেয় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের গোল শোধ করে নেয় সফরকারীরা। তবে ভিএআরে অফসাইড ধরা পড়লে বাতিল হয়ে যায় গোলটি। এরপর সমানে সমানে লড়তে থাকে দু’টি দল।

তবে নির্ধারিত সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলেও ম্যাচের যোগ করা সময়ে ৯৩ মিনিটের মাথায় গোল করে রিয়ালের জয় রুখে দেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকোর হয়ে এই গোলটি করেন মার্কোস লরেন্টে। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ম্যাচে ড্র করেও টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ১৮ জয় ও ৪ ড্র‍য়ে রিয়ালের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে দিয়েগো সিমিওনের দল।

লা লিগায় ২০২৩-২৪ মৌসুমে অ্যাতলেটিকোর বিপক্ষে হোম-অ্যাওয়ে দুই ম্যাচের দু’টিতেই জয়হীন রিয়াল মাদ্রিদ। এর আগে অ্যাতলেটিকোর ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ সূচিতে পরিবর্তন 

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল