ক্লাব ফুটবলে এক নতুন ইতিহাস গড়লো রিয়াল মাদ্রিদ। যেখানে এক বছরে বিলিয়ন ইউরো আয়ের রেকর্ড স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্টরা। ফুটবল বিশ্বে এর আগে কোন ক্লাব এক বছরে আয় করতে পারেনি এতো বেশি অর্থ। প্রথমবার শত কোটি ইউরো আয় করা কোন দলের তকমা পেল রিয়াল।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট তাদের মানি লিগের জরিপে এমন তথ্য প্রকাশ করেছে। যেখানে আর্থিক কনসালটিং ফার্মটি বলছে, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে। মূলত দর্শকদের ধারণক্ষমতা বৃদ্ধি করায় গেল বছরের তুলনায় অধিক আয় করেছে ক্লাবটি।
বিগত মৌসুমে ১.০৬৫ বিলিয়ন ইউরো আয় করে সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি তাদের করা আয়ের মধ্যে ২৪ কোটি ৮০ লাখ আয় করেছে ম্যাচ ডের টিকিট বিক্রয় করে। এছাড়া সম্প্রচার স্বত্ব থেকে আয় হয়েছে ৩১ কোটি ৬০ লাখ ইউরো এবং বাণিজ্যিক খাত থেকে পেয়েছে ৪৮ কোটি ২০ লাখ ইউরো।
আরও পড়ুন:
» অভিষেক শর্মার ব্যাটিংয়ে ইংল্যান্ডকে নিয়ে ভারতের ছেলেখেলা
» চ্যাম্পিয়নস লিগ: নকআউট নিশ্চিত হলো কাদের, বিদায় নিলো কারা?
সর্বোচ্চ আয়ের তালিকায় রিয়ালের পরেই অবস্থান করছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের আয় ৮৩৮ মিলিয়ন ইউরো। আয়ের দিক থেকে ৮০৬ মিলিয়ন ইউরো আয় করা পিএসজি আছে তৃতীয় অবস্থানে। এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যাদের আয় ৭৭ কোটি ১০ লাখ ইউরো। আর পাঁচ নম্বরে থাকা বায়ার্ন মিউনিখের আয় ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
একমাত্র দল হিসেবে বিলিয়ন ইউরো আয়ের এই এলিট ক্লাবে প্রবেশ করল ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন রিয়াল। যারা এখন পর্যন্ত সর্বোচ্চবার লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা ক্লাব। ম্যাচ আয়োজন করে ২৫১ মিলিয়ন ইউরো আয় করেছে রিয়াল। যা গেল বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। নতুন ভিআইপি সিটে অতিরিক্ত ৮৩ মিলিয়ন ইউরো আয় হয়েছে তাদের।
স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি বা ম্যাচ ডে’তে প্রিমিয়াম অফার চালুর মাধ্যমে ম্যাচ ডের আয় বাড়িয়েছে রিয়াল। এছাড়া মার্কেটিং ও বিজ্ঞাপন চুক্তিতে বাণিজ্যিক আয় বেড়েছে ২৬% এবং সম্প্রচার আয় বৃদ্ধি পেয়েছে ৮%। এদিকে ডেলয়েটেরে প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাজারমূল্য ১.৩৬৪ বিলিয়ন ইউরো। তাছাড়া ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো।
২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপারকোপা দে এস্পানিয়া জয় করেছে। লা লিগায় রিয়াল রেকর্ড ৩৬তম শিরোপা জিতেছে। এছাড়া এই মৌসুমেই তারা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩২ ম্যাচ টানা অপরাজিত থেকে মৌসুম শেষ করেছিল।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এফএএস