Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি রিয়ালের, বার্সেলোনা কত নম্বরে?

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ক্লাব বিশ্বকাপ জয়। ছবি- সংগৃহীত

এরই মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপে পেরিয়ে গেছে ২০ আসর। তবে আসন্ন বৈশ্বিক ক্লাব টুর্নামেন্ট নিয়ে যেন ফিফা দিয়ে যাচ্ছে একের পর এক চমক। টুর্নামেন্টের উন্মাদনা বাড়াতে এবার নেয়া হয়েছে নতুন নতুন নানা উদ্যোগ। আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে পরবর্তী ১৩ জুলাই পর্যন্ত।

বৈশ্বিক এই টুর্নামেন্টের যাবতীয় সবকিছুতেই এসেছে পরিবর্তন। ক্লাব বিশ্বকাপে দলের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। আগে প্রতিবছর ৭ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন হলেও এখন থেকে প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে অংশ নিবে বিভিন্ন দেশের ৩২ ক্লাব।

গেল আসর গুলোতে দলের সংখ্যা কম থাকায় বড় বড় জায়ান্ট ক্লাবদের নিয়েই আয়োজিত হতো এই টুর্নামেন্ট। তাই এই বিশ্বকাপে প্রতিযোগিতা কম হতো বলাও চলে না। ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত সব থেকে বেশি ট্রফি জয় করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২০১৪ থেকে ২০১৮ টানা পাঁচ আসরে চারবার চ্যাম্পিয়ন হয় লস ব্লাঙ্কোসরা। পঞ্চম ট্রফি জয় করে ২০২২ সালে।

আরও পড়ুন:

» ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : ড্র শেষে কে কার প্রতিপক্ষ?

» শেষ জয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

এদিকে রিয়াল মাদ্রিদের পরেই শিরোপা জয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তিন দফা বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০০৯, ২০১১ এবং ২০১৫ সালে আয়োজিত ফিফার ক্লাব বিশ্বকাপে ট্রফি উচিয়ে ধরে কাতালানরা। এছাড়া ২০০৬ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাদের।

এরপরে সমান দুটি করে ক্লাব বিশ্বকাপ জিতেছে বায়ার্ন মিউনিখ ও করিনথিয়ান্স। ২০১৩ এবং ২০২০ সালে শিরোপা জিতেছিল বায়ার্ন। ২০০০ সালের প্রথম আসরে এবং ২০১২ সালে দুই দফা চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলের ক্লাব করিনথিয়ান্স। আসন্ন ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে নিজেদের হেক্সা পূরণ করতে চাইবে রিয়াল। তবে এই আসরে খেলার সুযোগ পায়নি বার্সেলোনা।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল