ইউরোপীয় ফুটবলে একটি কথা প্রচলিত আছে- রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলে কখনো হারে না। শিরোপা জিতে তবেই থামে। এবারও তার প্রমাণ মিললো। রয়েল রাজত্ব দেখিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। তাও আবার ১৫তম বারের মতো। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ২-০ গোলে হারিয়েছে বুরুশিয়াকে।
ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত জাল অক্ষত রেখেছিল জার্মান ক্লাব বুরুশিয়া। তাদের সামনে ছিল দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। কিন্তু শেষ ২০ মিনিটে আর পারলো না। এক মৌসুম পরে আবারও ইউরোপ সেরার মুকুট রিয়ালের মাথায়। ২০২১-২২ মৌসুমে রিয়াল জিতেছিল এই শিরোপা। মাঝে গত বছর ২২-২৩ মৌসুমে এই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। হারানো রাজত্ব ফিরে পেল আনচেলত্তির দল।
সেই ১৯৮১ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারেনি রিয়াল মাদ্রিদ। ১৯৮৩ সালে পর আর কোনো ইউরোপিয়ান ফাইনালে হারেনি এই স্প্যানিশ পরাশক্তি। ২০২৪ সালে এসেও সেই রেকর্ড ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচে অনেগুলো সুযোগ পায় রিয়াল ও বুরুশিয়ার ফুটবলাররা। বুরুশিয়া বারবার সুযোগ নষ্ট করে। রিয়ালও সুযোগ করতে করতে শেষ পর্যন্ত ৭৪ মিনিটে দলকে উচ্ছ্বাসে ভাসান কার্ভাহাল। টনি ক্রুসের মাপা ক্রস ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়িয়ে দেন দানি কার্ভাহাল (১-০)।
৭৮ মিনিটে আবারও এসেছিল সুযোগ। কিন্তু ভিনিসিয়ুসের কাটব্যাক বেলিংহ্যাম টাচ করলেও কাজে লাগাতে পারেননি। দুই মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে ক্রুসের ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকান বরুশিয়া গোলরক্ষক কোবেল।
৮৩ মিনিটে আরেক গোল হজম করে ডর্টমুন্ড। ডিফেন্ডার ইয়ান ম্যাটসন লেফট ব্যাক পজিশন থেকে ভুল পাসে বল দিয়ে বসেন বেলিংহ্যামকে। ইংলিশ এই তারকা এক ঝলকে সেই বল পাঠিয়ে দেন বাঁদিকে থাকা ভিনিসিয়ুসকে। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ভিনি (২-০)।
এর চার মিনিট পর বক্সের মধ্যে দারুণ হেডে কোর্তোয়াকে পরাস্ত করে উচ্ছ্বাসে মেতেছিলেন বরুশিয়ার ফুলক্রুগ। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই শিরোপা নিয়ে ঘরে ফেলে লস ব্লাঙ্কোসরা। শেষ ১০ বছরে ৫ বারই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো রিয়াল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ আজকের খেলা (২ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এজে