বেশ কিছুদিন যাবত ইনজুরি সমস্যা অনেকটা ভোগাচ্ছে লা লিগার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে। লা লিগায় বর্তমানে টেবিলের শীর্ষে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও অসাধারণ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই কোপা দেল রে’তে সহজ প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সারির দল খেলিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে তাদের বেঞ্চ প্লেয়াররাও যে ভালো খেলতে সক্ষম সেটা প্রমাণ করেছে একটি সহজ জয় দিয়ে।
গেল রাতে (৬ জানুয়ারি) এল মন্তেচিলোতে স্পেনের চতুর্থ সারির ক্লাব আন্দারিনার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন রদ্রিগো, হোসেলু ও ব্রাহিম দিয়াজ। নাচোর আত্মঘাতী গোলের সুবাদে আরান্দিনা পেছে একমাত্র গোল। এই জয়়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের শুরু থেকে সফরকারীদের আটকে রাখে আন্দারিনা। প্রথমার্ধে স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। তবে বিরতি থেকে ফিরেই নিজেদের জাত চিনিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৫৪ তম মিনিটে হোসেলুর গোলে এগিয়ে যায় রিয়াল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াস।
ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। শেষ মুহূর্তে রিয়াল ডিফেন্ডার নাচোর আত্মঘাতী গোলে আরান্দিনা পায় ম্যাচের একমাত্র গোল। ফলে ম্যাচ শেষে একটি সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। এতে করে কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: মেসিকে ব্যালন জেতাতে সুপারিশ করেছিল পিএসজি!
ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/এসএফ/এমটি