Connect with us
ফুটবল

শিরোপা হারানোর পর এবার নতুন সংকটে রিয়াল মাদ্রিদ

Real Madrid in new crisis after losing title
ইনজুরির কারণে ছিটকে গেছেন রুডিগার। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে যেন সবকিছুই রিয়াল মাদ্রিদের বিপক্ষে যাচ্ছে। মৌসুমের শুরু থেকেই একের পর এক হোঁচট খাচ্ছে ক্লাবটি। তবে লস ব্লাঙ্কোসদের সবচেয়ে বেশি ভুগিয়েছে চোট। বিশেষ করে ডিফেন্স লাইনে দানি কার্ভাহাল-এদার মিলিতাওরা। এবার মৌসুমের শেষভাগে এসে এই তালিকায় যুক্ত হলেন অ্যান্তোনিও রুডিগার।

হাঁটুর চোটে অন্তত দুই মাস মাঠের বাইরে চলে গেছেন রুডিগার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না এই জার্মান ডিফেন্ডারের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রুডিগারের সফল অস্ত্রোপচার হয়েছে । ক্লাবটি জানায়, ‘অ্যান্তোনিও রুডিগারের বাম পায়ের মেনিসকাসে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্লাবের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সার্জারিটি পরিচালনা করেছেন ডাক্তার মানুয়েল লেইয়েস। দ্রুতই রুডিগারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’

আরও পড়ুন:

» তৃতীয় দিন মিরাজ-তাইজুলদের কাছে যে প্রত্যাশা সাদমানের

» হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস—‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে’

ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে কোপা দেল রে’র ফাইনালেও বার্সেলোনার কাছে শিরোপা হেরেছে তারা। তবে লা লিগায় বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে আছে তারা। তবে লা লিগায় মাদ্রিদের বাকি পাঁচ ম্যাচে তাকে পাচ্ছে না দল।

চলতি মৌসুম শেষে জুনে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ১৯ জুন থেকে ২৭ জুন পর্যন্ত রিয়ালের ৩টি ম্যাচ রয়েছে। তবে সেখানে তাকে পাওয়া নিয়ে বড় অনিশ্চয়তা রয়েছে। তাই এটা রিয়ালের জন্য বড় ধাক্কা। কেননা মিলিতাও-কার্ভাহালদের পাশাপাশি ফেরল্যান্ড মেন্ডি এবং এদোয়ার্দো কামাভিঙ্গাও রয়েছেন ইনজুরিতে। যদিও জুনের মাঝামাঝি সময়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে কামাভিঙ্গার।

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী ৪ মে। লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোর মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল