Connect with us
ফুটবল

রিয়ালের সামনে বড় সঙ্কট, কী আছে স্প্যানিশ ফুটবল আইনে?

Copa del Rey Final_ Antonio Rudiger Faces Suspension For Throwing Ice
রুদিগার রাগের মাথায় একটি বরফের টুকরো ছুড়ে মারেন। ছবি- সংগৃহীত

কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর নতুন করে বড় সঙ্কটে পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষভাগে রিয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুদিগার দেখেছেন লাল কার্ড।

কিলিয়ান এমবাপ্পের ওপর ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডাগআউট থেকে রেফারির প্রতি তীব্র প্রতিবাদ জানান রুদিগার ও সতীর্থ লুকাস ভাসকেস। উত্তেজনার মাঝে রুদিগার রাগের মাথায় একটি বরফের টুকরো ছুড়ে মারেন রেফারির দিকে। যদিও সেটি সরাসরি আঘাত করেনি, তবু সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান রেফারি।

এই ঘটনার পর পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম এবং লুকাস ভাসকেসও বাজে মন্তব্যের কারণে লাল কার্ডের শিকার হন। তাঁদের কোপা দেল রেতে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


আরও পড়ুন

» ব্যাকফুটে বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের আগে যা বললেন সিমন্স

» লাল কার্ড-বরফ নিক্ষেপ! কী ঘটেছিল ফাইনালে (ভিডিও)


ম্যাচ শেষে রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএত্সিয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ‘রিয়ালের সেন্টার-ব্যাক আন্তোনিও রুদিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারেন, যা আমাকে লক্ষ্য করে ছোড়া হলেও আঘাত করেনি।’ জানা গেছে, সেই বস্তুটি ছিল বরফের টুকরো।

স্প্যানিশ ফুটবল আইনের ধারা ১০৪ অনুযায়ী, যদি এ ঘটনাকে ‘রেফারির প্রতি আক্রমণ’ হিসেবে বিবেচনা করা হয়, রুদিগারের ৩ থেকে ৬ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে। আর যদি ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করেছে বলে ধরা হয়, শাস্তির মেয়াদ বেড়ে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে। যদিও রেফারির শরীরে আঘাত লাগেনি এবং চিকিৎসার প্রয়োজন হয়নি, যা শাস্তি কিছুটা কমাতে পারে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি শিগগিরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আপাতত ধারণা করা হচ্ছে, অন্তত ৪ থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন এই জার্মান ডিফেন্ডার। তবে তদন্তে গুরুতর দোষ প্রমাণিত হলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে।

গত রাতে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালে প্রতিশোধের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। তবে শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দল ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, রুদিগারের সম্ভাব্য নিষেধাজ্ঞা লা লিগাতেও প্রযোজ্য হবে। ফলে রিয়ালের ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া রক্ষণভাগ আরও বড় সঙ্কটে পড়বে। এর প্রভাব লিগ শিরোপা লড়াইটিকেও কঠিন করে তুলতে পারে লস ব্লাঙ্কোসদের জন্য।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল