স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করা নিয়ে যেন বেশ কিছু দিন ধরেই ইঁদুর-বিড়াল খেলা চলছে। একবার রিয়াল জিতে টেবিলের শীর্ষে ওঠে তো পরের ম্যাচেই জিরোনা জিতে রিয়ালকে দুইয়ে পাঠিয়ে দেয়। তবে শুরুর দিকে বার্সাও এই প্রতিযোগিতায় ভালো টেক্কা দিলেও সময়ের সাথে সাথে লিগ শিরোপার স্বপ্ন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে জাভি হার্নান্দেজের দলের। লিও মেসির সাবেক দল লা লিগায় রীতিমতো ধুঁকছে।
এখন পর্যন্ত লিগে সমান ২১ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪ পয়েন্ট, জিরোনার ৫২ পয়েন্ট আর বার্সেলোনার পয়েন্ট ৪৪। অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এখনও ১০ পয়েন্টে পিছিয়ে কাতালান জায়েন্টরা। অন্যদিকে আজ লিগে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে চলতি মৌসুমে চমক দেখানো জিরোনা। আজ তাদের হারাতে পারলে ১ ম্যাচ বেশি খেলে রিয়ালের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে চলে যাবে জিরোনা। আর ম্যাচটি ড্র হলে লস ব্লাংকোসরাই শীর্ষস্থান ধরে রাখবে।
গতকালের ম্যাচে লাস পালমাসের মাঠে পিছিয়ে পড়ে ২-১ গোলে জয় নিয়ে বাড়ি ফিরেছে মাদ্রিদের অভিজাতরা। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই লাস পালমাসের হয়ে গোল করে তাদের এগিয়ে নেয় জাভি মুনোজ। পরে ভিনিসিয়ুস জুনিয়র ও ‘বার্থডে বয়’ অরেলিয়েন চুয়ামেনির ম্যাচজয়ী গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে লস ব্লাংকোসরা।
প্রতিপক্ষের মাঠে রিয়াল ‘ফিরে আসার গল্প’ লিখলেও ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া গোল হজম করে লজ্জায় ডুব দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে ম্যাচের এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়ে থাকার পরও কাতালানরা অতিরিক্ত সময়ে খাওয়া জোড়া গোলের কল্যাণে ম্যাচটি ৫-৩ ব্যবধানে হেরেছে। এমনকি ১৯৬৩ সালের পর লিগে নিজ মাঠে এই প্রথম ৫ গোল হজম করে লজ্জার কীর্তি গড়েছে ব্লাউগ্রানারা। সবশেষ খেলা পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে জাভির দল।
আর এসব হারের ফলে লিগ শিরোপা ধরে রাখার স্বপ্নও অনেকাংশে বিলীন হয়ে গেছে বলাই যায়। বড় কোন অঘটন না হলে চলতি মৌসুমে লিগ জেতা বার্সেলোনার জন্য কিছুটা অসম্ভবের মতনই।
আরও পড়ুন: কে হতে যাচ্ছেন জাভি পরবর্তী বার্সা কোচ?
ক্রিফোস্পোর্টস/২৮ জানুয়ারি ২৪/এমএ