Connect with us
ফুটবল

বর্তমান বিশ্বে রিয়াল মাদ্রিদই সেরা, বললেন মেসি

Real Madrid is the best in the world, says Lionel Messi
রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাব বলেছেন মেসি। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা সবথেকে কঠিন প্রতিপক্ষের খেলোয়াড় ছিলেন যে লিওনেল মেসি এতে সন্দেহের কোন অবকাশ নেই। বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে শুরু করে বার্সার প্রধান দলে প্রায় দেড় যুগ খেলেছেন লিওনেল মেসি। রিয়াদ মাদ্রিদের সব থেকে বড় প্রতিপক্ষ যে বার্সেলোনা এটা আলাদা করে বলার প্রয়োজন হয়ত নেই। সেই ক্লাবের হয়ে খেলেও, রিয়াল মাদ্রিদই বর্তমান বিশ্বের সেরা ক্লাব বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

আর্জেন্টাইন এই তারকা বর্তমানে খেলছেন আমেরিকার ঘরোয়া ফুটবল মেজর সকার লিগ এমএলএস-এ ইন্টার মায়ামির হয়ে। বার্সেলোনার একাডেমি লা-মাসিয়া থেকে উঠে আসা তরুণ ফুটবলার ক্যাম্প ন্যু রাঙিয়েছেন ২০ বছর। খেলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসংখ্য ম্যাচ, মাঠের উত্তাপ টের পেয়েছেন সবচেয়ে কাছ থেকেই। নিজের খেলা সবথেকে বড় চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে অর্জনের দিক থেকে বর্তমান বিশ্বের সেরা ক্লাব হিসেবে অ্যাখ্যায়িত করেছেন এই তারকা ফুটবলার।

আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান বিশ্বের সেরা ক্লাব এর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যদি ফলাফলের দিক দিয়ে কথা বলেন তাহলে এটা (রিয়াল) মাদ্রিদ।’

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ এর ইতিহাসের সর্বোচ্চ ১৫ টি শিরোপার মালিক এখন রিয়াল মাদ্রিদ। সপ্তাহখানেক আগেই তাদের সর্বশেষ শিরোপা জিতেছে ক্লাবটি। এই প্রতিযোগিতায় রিয়াল এর ধারে কাছেও নেই কোনো ক্লাব, তাই ফলাফল বিবেচনায় সেরার তকমাটা দিয়েছেন রিয়াল মাদ্রিদকেই।

অন্যদিকে পেপ গার্দিওলার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৮ বছর দাপট দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি। জিতেছে টানা ৪ টি লীগ শিরোপা। অর্জনের দিক থেকে মাদ্রিদ কে এগিয়ে রাখলেও পারফরম্যান্স এর বিচারে এগিয়ে রেখেছেন ম্যানচেস্টার সিটিকে। প্রশংসা করেছেন ফুটবল মাস্টার মাইন্ড খ্যাত তারই সাবেক কোচ পেপ গার্দিওলাকেও।

মায়ামির এই তারকা বলেন, ‘খেলার ধরনের দিক থেকে আমি ব্যক্তিগত ভাবে গার্দিওলার সিটিকে পছন্দ করি। তিনি যে দলে থাকবেন সে দল বিশেষ হবে। কারণ তিনি যেভাবে প্রশিক্ষণ দেন এবং যেভাবে তার দলগুলোকে খেলতে বাধ্য করেন, এইদিক দিয়ে সিটি সেরা। তবে ফলাফলে রিয়াল মাদ্রিদ।’

২০২১ সালে বার্সেলোনা ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান মেসি। সেখানে খেলেছেন দুই মৌসুম। এরপর গত বছর ইউরোপিয়ান ফুটবলের ইতি টেনে যুক্তরাষ্ট্রের লিগে পাড়ি জমান তিনি। বর্তমানে রয়েছেন দুর্দান্ত ছন্দে। আসন্ন কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাতে প্রস্তুত ৩৬ বছর বয়সী এই মহাতারকা।

আরও পড়ুন: পাকিস্তানকে হারানোর নায়ক কে এই সৌরভ নেত্রভালকার? 

ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল