Connect with us
ফুটবল

পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ, হাতছাড়া করল শীর্ষে ওঠার সুযোগ

Real madrid lost points
রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেকানো। ছবি- সংগৃহীত

লা লিগায় বেশ কিছুদিন যাবৎ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আজ ভ্যালেকানোকে হারিয়ে সুযোগ ছিল শীর্ষে ওঠার। তবে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারিয়ে বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে লস ব্লাঙ্কোসরা। এতে নিজেদের দ্বিতীয় স্থানেই রয়ে গেছে রিয়াল।

গতকাল লা লিগায় ভ্যালেকানোর বিপক্ষে তাদের মাঠে খেলতে নেমেছিল মাদ্রিদ। এই মাঠে এর আগে চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। তাই শঙ্কা মাথায় নিয়ে মাঠে নেমেও ৩-৩ গোলে ম্যাচ ড্র করে রিয়াল মাদ্রিদ। আরও একবার পূর্ণ পয়েন্ট পেতে ব্যর্থ হলো তারা।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের ১৭ ম্যাচ খেলে ১১ জয়ের পাশাপাশি চারটিতে ড্র করে রিয়াল মাদ্রিদ। এতে করে ৩৭ পয়েন্ট দিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। সমান সংখ্যক ম্যাচ খেলে ১২ জয় ও দুই ড্রতে ৩৮ পয়েন্ট দিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। এর আগে বার্সার সঙ্গে মুখোমুখি দেখায় ৪-০ গোলে হেরেছিল রিয়াল।

আরও পড়ুন:

» ম্যানচেস্টার ডার্বিসহ আজকের খেলা (১৫ ভিসেম্বর ২৪)

» ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান নেইমার

এদিন ম্যাচে মাত্র চার মিনিটেই এগিয়ে যায় ভ্যালেকানো। এরপর ৩৬ মিনিটে আরও একটি গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। গোল দুটি আসে ডি বক্সের ভেতর পাওয়া বল থেকে হেড করে। কিন্তু সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি তারা। প্রথমার্ধেই ফেডরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম গোল করেন।

ম্যাচের ৩৯তম মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে জোরালো শটে গোল করেন ভালভার্দে। তার সেই বুলেট গতির শট পরাস্ত করে চার ডিফেন্ডার ও গোলকিপারকে। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে হেডে জালে বল জড়ান বেলিংহাম। বিরতি থেকে ফিরেই রদ্রির গোলে এগিয়ে যায় রিয়াল। তবে ৬৪ মিনিটে গোল হজম করে সমতায় ম্যাচ শেষ করে সফরকারীরা।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল