সম্প্রতি পারফরম্যান্সে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তার উপর আবার ইনজুরিতে আক্রান্ত দলটির একাধিক তারকা। ফলে ডিফেন্সের একাধিক পজিশনে কার্যকরী খেলোয়াড়ের অভাববোধ করছে দলটি। দলের এমন সংকট কাটাতে এবার লিভারপুলের ইংলিশ তারকা আলেক্সান্ডার-আর্নল্ডকে দলে ভেড়াতে মরিয়া স্প্যানিশ ক্লাবটি। তবে রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইংলিশ লিগের ক্লাব লিভারপুল।
তবে এখনও হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদ। আলেক্সান্ডার আর্নল্ডকে দলে টানতে নতুন করে আবারও প্রস্তাব করেছে লস ব্ল্যাঙ্কোসরা। ইংল্যান্ডের ‘দ্য টাইমস’ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই ইংলিশ তারকাকে নতুন করে পেতে প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। শুধু আর্নল্ডই নয় আরও কিছু বড় নাম দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছে গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা।
‘দ্য টাইমস’ সূত্রে জানা যাচ্ছে, আলেক্সান্ডার আর্নল্ডকে দলে টানতে ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে রিয়াল মাদ্রিদ। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে লিভারপুলের সঙ্গে আর্নল্ডের চুক্তি মেয়াদ থাকলেও তাঁকে আগেই পেতে মরিয়া কার্লো আনচেলত্তি। তবে লিভারপুলও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাঁদের ঘরের ছেলেকে ছাড়তে রাজি নয় তাঁরা। এদিকে লিভারপুল ২০২৪-২০২৫ মৌসুমে বড় টাইটেল জেতার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন :
» বছরের শেষ সময়ে আরো এক পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস
» বুমরাহর বোলিংয়ের প্রশংসা করে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চুক্তি থাকলেও আর্নল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করারও পরিকল্পনা রয়েছে লিভারপুলের। আগামী জুনের গ্রীষ্মকালীন উইন্ডোর আগেই সেটা করতে চাই অলরেডরা। অন্যদিকে লিভারপুলের আগে যাতে করে আর্নল্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যায় সেই পরিকল্পনায় করছে কার্লো আনচেলত্তির দল। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জ্যুড বেলিংহামের মাধ্যমে আলেক্সান্ডার আর্নল্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছে দলটি। তবে এখনও হ্যাঁ সূচক কোনো উত্তর পায়নি তাঁরা। তবে আর্নল্ডও নাকি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
আর্নল্ড ছাড়াও ২০২৫ সালের জুনে মেয়াদ শেষ হবে আরও দুই অলরেড ফুটবলারের। তাঁরা হলেন মোহাম্মদ সালাহ এবং ভার্জিল ভন ডাইক। মেয়াদ শেষ হওয়ার আগে তিনজনের সঙ্গেই চুক্তি নবায়নের সম্ভবনায় বেশি রয়েছে অ্যানফিল্ড স্লটের দলের। ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব ছাড়ার পরই লিভারপুলের দায়িত্ব নেন স্লট। তাঁর অধীনে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন লিগে অপরাজিত রয়েছে লিভারপুল। যার সুবাদে ৮ পয়েন্ট এগিয়ে থেকে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। শুধু শীর্ষে অবস্থান করেই ক্ষ্যান্ত হয়নি অলরেডরা ইতোমধ্যে নিশ্চিত করেছে কারাবাও কাপের সেমিফাইনালও।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ ইনজুরি আক্রান্ত দল এবং কিছুটা খারাপ পারফরম্যান্স নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। বার্সেলোনা টানা কয়েক ম্যাচ খারাপ খেললেও শীর্ষস্থানে উঠতে ব্যর্থ লস ব্লাঙ্কোসরা। শীর্ষস্থানে উঠতে ব্যর্থ হলেও ঠিকই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার উপরে রয়েছে রিয়াল। তবে চ্যাম্পিয়ন লিগে তাদের অবস্থান ২০ নম্বরে ফলে পরের রাউন্ডে যাওয়া নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে লিগের পয়েন্ট টেবিলে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩৭ পয়েন্ট বার্সা তিনে এবং ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২০২৫/এসআর/এসএ