
এর আগে রিয়াল মাদ্রিদের পরাজয়ের সুযোগে লা লিগার শীর্ষ উঠে এসেছিল বার্সেলোনা। গত পরশু রাতে নিজেদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ স্থগিত করে দলটি। মূলত বার্সা মূল দলের চিকিৎসক মারা যাওয়ার ঘটনায় সেই সিদ্ধান্ত নিয়েছিল কাতালানরা। এবার সুযোগে এক ম্যাচ কম খেলা বার্সেলোনাকে স্পর্শ করলো রিয়াল।
গতকাল রাতে গেটাফের বিপক্ষে খেলা ম্যাচে জিততে পারলেই টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসত অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে সেই ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। গেটাফের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনার পাশে উঠে এসেছে রিয়াল।
একই দিনে ভায়েকানোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে ২-১ জয় নিশ্চিত করে শীর্ষে থাকা বার্সার সমান পয়েন্ট বাগিয়ে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর এতে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এলো তারা। তিন নম্বরে নেমে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে সেরা নিউজিল্যান্ড, আছেন যারা
»চ্যাম্পিয়ন ভারত, তাই আয়োজক দেশ হয়েও নেই পাকিস্তান!
এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সমান ৫৭ পয়েন্ট আছে রিয়াল মাদ্রিদের নামের পাশে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। এছাড়া ওসাসুনার বিপক্ষে স্থগিত খাওয়া ম্যাচ পুনরায় খেলার সুযোগ পাবে বিধায় এখনো বাকি দলের তুলনায় এক ম্যাচ বেশি খেলবে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৫৬।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এফএএস
