Connect with us
ফুটবল

শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় ড্র, ফাইনালে রিয়াল মাদ্রিদ

Real Madrid win celebration
রিয়াল মাদ্রিদের গোল উদযাপন। ছবি- সংগৃহীত

অবিশ্বাস্য উত্তেজনা, রুদ্ধশ্বাস মুহূর্ত, আর নাটকীয় গোল উৎসব—সব মিলিয়ে স্মরণীয় এক ম্যাচে ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। এর আগে প্রথম লেগে তারা জয় পেয়েছিল ১-০ ব্যবধানে। আর এতেই ফাইনালের টিকিট নিশ্চিত হলো লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত দুই দল ছিল সমতায়, এরপর ডাভিড আলাবার আত্মঘাতী গোলের মাধ্যমে শুরু হয় টানটান উত্তেজনার অধ্যায়। ম্যাচের গতিপথ বারবার বদলেছে—কখনও সোসিয়েদাদ এগিয়ে গেছে, কখনও আবার রিয়াল মাদ্রিদ। কিন্তু ১১৫ মিনিটে রুডিগারের অসাধারণ হেড দলকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।

Real Madrid win celebrations

রিয়াল মাদ্রিদের জয় উদযাপন।

সান্তিয়াগো বের্নাবেউয়ে হওয়া ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি এবং আন্টোনিও রুডিগার। অন্যদিকে, সোসিয়েদাদের হয়ে দুইবার স্কোর করেছেন মিকেল ওইয়ারসাবাল, একবার করে আন্দের বারেনেচিয়া ও লুকা সুচিচ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে মাত্র ১৬ মিনিটেই সফরকারী সোসিয়েদাদকে এগিয়ে দেন বারেনেচিয়া। কিন্তু ৩০ মিনিটে দুর্দান্ত চিপ শটে ম্যাচে সমতা ফেরান এন্দ্রিক। ৮০ মিনিটে দ্বিতীয়বার এগিয়ে যায় সোসিয়েদাদ, কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন শুরু হয়।

আরও পড়ুন:

» নিউজিল্যান্ড-পাকিস্তান ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (২ এপ্রিল ২৫)

» ১৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ, সূচিতে পরিবর্তন

৮২ মিনিটে বেলিংহ্যাম গোল করে ব্যবধান কমান, এরপর কর্নার থেকে চুয়ামেনির হেডে ম্যাচ ৩-৩ সমতায় ফেরে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও সোসিয়েদাদ এগিয়ে যায়, কিন্তু অতিরিক্ত সময়ে রুডিগারের অসাধারণ হেডে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

এখন রিয়াল মাদ্রিদ অপেক্ষায় রয়েছে তাদের ফাইনালের প্রতিপক্ষ জানার। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছে, ফলে ফিরতি লেগেই নির্ধারিত হবে ফাইনালের প্রতিদ্বন্দ্বী। এই জয়ে ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের শিরোপার খুব কাছাকাছি চলে এলো রিয়াল মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল