Connect with us
ফুটবল

এল ক্ল্যাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

Rodrygo Goes
এল ক্ল্যাসিকোতে খেলতে পারবেন না রদ্রিগো। ছবি- সংগৃহীত

লা লিগায় চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে তার আগে মাদ্রিদ শিবিরে হানা দিয়েছে ইনজুরি। যার কারণে এল ক্ল্যাসিকোতে একাধিক তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে নামতে হবে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের।

চলতি মাসেই ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন দানি কার্ভাহাল। এছাড়া ব্রাহিম দিয়াজ ও ডেভিড আলাভারাও রয়েছেন মাঠের বাইরে। এবার এই তালিকায় যুক্ত হলেন গোলরক্ষক থিবো কর্তোয়া ও ফরোয়ার্ড রদ্রিগো।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডর্টমুন্ডের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৫তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার উরুর পেশিতে চোট ধরা পড়ে। এতে দুই সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়ুন:

» ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা

» সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়া তালিকার শীর্ষে রাজা 

একই ম্যাচে বাঁ পায়ে চোট পান থিবো কর্তোয়া। এতে কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকবেন এই বেলজিয়ান গোলরক্ষক। ফলে এল ক্ল্যাসিকোতে এই দুই তারকা ফুটবলারকে ছাড়াই দল সাজাতে হবে কার্লো আনচেলত্তিকে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে পুরোনো রূপে হাজির হয়েছে দলটি। লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে তারা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। অন্যদিকে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বার্সার পরেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

আগামী শনিবার (২৬ অক্টোবর) এল ক্ল্যাসিকোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল