Connect with us
ফুটবল

রাজস্ব আয়ের অনন্য রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ

রিয়ালের শিরোপা জয়ের মুহূর্ত। ছবি- সংগৃহীত

ফুটবল ইতিহাসে এর আগে যে কীর্তি করতে পারেনি কোন ক্লাব, তাই এবার করে দেখালো রিয়াল মাদ্রিদ। মাঠের ফুটবলে যেমন অনবদ্য, ঠিক তেমনি আয়ের দিক থেকেও সকলে ধরাছোঁয়ার বাইরে এই স্প্যানিশ ক্লাবটি। ফুটবল ইতিহাসে প্রথম কোন ক্লাব হিসেবে এক মৌসুমে ১০০ কোটি ইউরো বা ১২ হাজার ৭৫০ কোটি টাকা রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে লস ব্লাঙ্কোসরা।

গত মৌসুমে সম্ভাব্য চার শিরোপার তিনটিই জিতেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের পাশাপাশি নিজের আয়ও তরতর করে বাড়িয়ে নিয়েছে তারা। ২০২৩-২৪ অর্থবছরে সব মিলিয়ে রিয়ালের আয় ১০৭ কোটি ৩০ লাখ ইউরো বা ১৩ হাজার ৬৯০ কোটি টাকা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে গত অর্থবছরের এই হিসেব প্রকাশ করছে ক্লাবটি।

নিজেদের বিবৃতিতে রিয়াল বলেছে, ‘গত ২০২৩-২৪ অর্থবছরে আমদের মোট পরিচালন আয় হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো বেশি। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ না হওয়া সত্বেও ক্লাবটি ১ বিলিয়ন ইউরো পরিচালন আয় করতে সক্ষম হয়েছে। এর আগে এমন নজির গড়তে পারেনি অন্য কোন ক্লাব।’

এর আগে ২০২২-২৩ অর্থবছরে রিয়াল আয় করেছিল প্রায় ৮৪ কোটি ৩০ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭৫৭ কোটি টাকা। এদিকে রিয়ালের বিবৃতিতে আরও জানানো হয়েছে, চলতি বছর স্পেন সরকারকে করের অর্থ পরিশোধের পরও এই অর্থবছরে তাদের লাভ হয়েছে ১ কোটি ৬০ লাখ ইউরো বা ২০৪ কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।

রাজস্ব আয় বাড়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের সম্পদের পরিমাণও বেড়েই চলেছে। গত ৩০ জুন পর্যন্ত ক্লাবটির মোট সম্পদের মূল্য প্রায় ৫৭ কোটি ৪০ লাখ ইউরো বা ৭ হাজার ৩২২ কোটি টাকা। কর রাজস্ব ও সামাজিক নিরাপত্তায় ক্লাবটি ব্যয় করেছিল ২৭ কোটি ৭১ লাখ ইউরো যা বাংলাদেশি অর্থে ৩ হাজার ৫৩৭ কোটি টাকা।

আরও পড়ুন: প্রায় দুই ঘন্টা পর গোল বাতিলে মরক্কোর কাছে হারল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল