
জমে উঠছে লা লিগা। শিরোপা জয়ের পথ খুব একটা সহজ হচ্ছে না টপারদের। ৩৮টি করে ম্যাচ খেলবে সবাই। এখানো ১৩টি করে ম্যাচ বাকি। এখনই টানটান উত্তেজনা চলছে টুর্নামেন্টে। এরই মধ্যে পয়েন্ট টেবিলের সেরা তিন দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
কাল রাতে জিরোনাকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় জয়ে ফেরার পাশাপাশি শীর্ষে থাকা বার্সেলোনার পাশে বসেছে রিয়াল মাদ্রিদ। রবিবার ঘরের মাঠে লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়রের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ২-০ ব্যবধানে।

হঠাৎ ছন্দ ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয়ের চার দিনের মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ ম্যাচটি খেলতে নামে রিয়াল। কিন্তু চেনা আঙ্গিনায় জিরোনার বিপক্ষে চাপ ধরে রাখা মাদ্রিদ জায়ান্টদের খেলায় ছিলো না সেই ধার ও গতি। ম্যাচের ২০ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস।
আরও পড়ুন:
» এক ম্যাচ জিতেও যেভাবে সেমিতে খেলতে পারে বাংলাদেশ
» সেমির আশা বাঁচাতে আজ শান্তদের সমর্থন করবে পাকিস্তান
৩০ মিনিটে জিরানোর সুযোগ নষ্ট করে দেন গোলরক্ষক থিবো কোর্তায়া। মদ্রিচের অসাধারণ নৈপুণ্যে ৪১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে বল হাওয়ায় ভাসিয়ে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

মৌসুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা।
৫৮ মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে দ্বিতীয় গোল পেতে পারতো রিয়াল। কিন্তু দুর্ভাগ্য তাদের। ভিনিসিউসের জোরাল শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে। ৮০ মিনিটে ব্যবধান বাড়ানোর নিশ্চিত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। মদ্রিচের থ্রু বল ধরে বক্সে ঢুকে ফরাসি তারকার নেওয়া শট রুখে দেন জিরোনার গোলরক্ষক। তিন মিনিট পর বক্সে এমবাপের পাস পেয়ে ব্যবধান বাড়ান ভিনিসিউস।

শীর্ষ দুই দলের সাথে পাল্লা দিয়ে লড়ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করলো রিয়াল। আর টেবিলের তিনে থাকা অ্যাটলেটিকোর পয়েন্টও ৫৩। তিন দলের এই পয়েন্টের খেলায় জমে উঠেছে মৌসুম। এবার অবনমনের শঙ্কায় আছে ভ্যালেন্সিয়া, আলাভেস ও ভায়াদোলিদ।
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এজে
