Connect with us
ফুটবল

আবারও ধাক্কা খেল রিয়াল, ছিটকে গেলেন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার

Real madrid
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এভাবেই মাঠের বাইরে চলে যান দানি সেবাইয়োস

লা লিগায় হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের আশেপাশেই থাকছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে অন্য টুর্নামেন্টগুলোতে তেমন নামের প্রতি সুবিচার করতে পারছে না। এরই মধ্যে মৌসুমের শেষভাগে এসে আরেক বড়ো ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মাদ্রিদ জায়ান্ট ক্লাবটির ২৮ বছরের সেন্ট্রাল মিডফিল্ডার দানি সেবাইয়োস। বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ কোপা দেল রে’র প্রথম লেগ সেমিফাইনালে এই চোট পান সেবাইয়োস। এন্দ্রিকের গোলে রিয়ালের ১-০’তে জেতা ম্যাচের পুরোটা সময়ই খেলেন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার।

তবে মাঠ ছাড়ার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরীক্ষা-নিরীক্ষার পর মাদ্রিদ জায়ান্ট ক্লাবটি জানিয়েছে, বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সেবাইয়োস। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন এই স্প্যানিশ ফুটবলার।


আরও পড়ুন:

» চ্যালেঞ্জের ম্যাচে টস জিতলো আফগানরা, ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

» বার্সেলোনার পাশে বসলো রিয়াল, শিরোপা যাবে কার হাতে?


চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলা সেবাইয়োস গত কয়েক সপ্তাহ ধরে কার্লো আনচেলত্তির দলের শুরুর একাদশে নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে হারাতে হচ্ছে রিয়ালকে।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে থাকা রিয়াল আগামী শনিবার রিয়াল বেতিসের মাঠে খেলবে। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং ইউরোপ চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল