Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল রিয়াল, ১৫ বছর পর লিভারপুলের কাছে হার

Real madrid lost against Liverpool
লিভারপুলের কাছে রিয়ালের হার। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। নিজেদের প্রথম চার ম্যাচের দুটিতেই পরাজিত হয়ে চাপে ছিল গেল বারের চ্যাম্পিয়নরা। তাই গতকাল রাতে লিভারপুলের বিপক্ষে পঞ্চম ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ছিল রিয়ালের জন্য। তবে সেই ম্যাচেও হেরে চ্যাম্পিয়নস লিগে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা।

গতকাল বুধবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। এতেই দীর্ঘ ১৫ বছর পর এই ইংলিশ ক্লাবটির কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এর আগে ২০০৯ সালে ৪-০ গোলে রিয়ালকে হারিয়েছিল লিভারপুল। এরপর গত দেড় দশকে মাদ্রিদকে আর হারাতে পারেনি তারা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোন দল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে ম্যাক এ্যালিস্টারের গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর প্রতিপক্ষ ডি বক্সের ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর ম্যাচের সব থেকে আলোচিত ঘটনা হয়ে ওঠে এমবাপ্প্যের সেই পেনাল্টি মিস।

আরও পড়ুন:

» সুপার ওভারের নাটকীয়তায় হার দিয়ে শুরু রংপুর রাইডার্সের

» সাকিবের বাংলা টাইগার্সের ম্যাচসহ আজকের খেলা (২৮ নভেম্বর ২৪)

অবশ্য এরপর ম্যাচের ৭০তম মিনিটে লিভারপুলও পেয়ে গেছিল একটি পেনাল্টি। তবে মোহাম্মদ সালাহর নেয়া শট গোল পোস্টে লেগে বেড়িয়ে যায়। এর ছয় মিনিট বাদেই গাকপোর হেড থেকে গোলে লিড দ্বিগুণ করে অলরেডরা। শেষ পর্যন্ত আর কোন দল গোলের দেখা না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এতে করে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের খেলা পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে তিন পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে ৩৬ দলের তালিকায় ২৪তম অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। আর চার জয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল