প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি ইউরোপের এই সফলতম দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলের তরুণ তুর্কি এনদ্রিক। তবে এই সফরে এন্দ্রিক থাকলেও, নেই এমবাপ্পে। যার ফলে প্রাক-মৌসুমের ম্যাচে রিয়ালের জার্সি গায়ে মাঠে নামা হচ্ছেনা এই বিশ্বকাপজয়ী তারকার।
সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এমবাপ্পের নেতৃত্বে খেলেছিল ফ্রান্স। তবে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে লেস ব্লুসরা। সবশেষ মৌসুম ও ইউরোতে ব্যস্ত সময় পার করার পর এখন ছুটিতে রয়েছেন এমবাপ্পে। তাই তাকে প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে দলে রাখেনি রিয়াল বস কার্লো আনচেলত্তি।
আগামী ১৪ আগস্ট উয়েফা সুপার কাপে আটালান্টার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই লস ব্লাঙ্কোসদের জার্সিতে অভিষেক হতে পারে এমবাপ্পের।
আরও পড়ুন:
» কবে মাঠে ফিরছেন মেসি? যা বললেন সুয়ারেজ
» প্যারিস অলিম্পিক: তৃতীয় দিনে মেডেল তালিকার শীর্ষে ফিরলো চীন
এদিকে গত শুক্রবার (২৬ জুলাই) সান্তিয়াগো বার্নাব্যুতে রাজকীয়ভাবে এনদ্রিককে বরণ করে নেয় রিয়াল মাদ্রিদ। ২০২২ সালের ডিসেম্বরে চুক্তি হলেও ১৮ বছর না হওয়ায় ক্লাবে যোগ দিতে পারেননি। অবশেষে গত ২১ জুলাই তার ১৮ বছর পূর্ণ হয় এবং আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন। যুক্তরাষ্ট্র সফরে প্রাক-মৌসুমের ম্যাচগুলোতেই লস ব্লাঙ্কোসদের জার্সিতে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই বিস্ময়বালককে।
এছাড়া যুক্তরাষ্ট্র সফরে থাকছেন না আরো দুই তারকা ফুটবলার জুড বেলিংহাম ও দানি কারভাহাল। তারাও ছুটিতে রয়েছেন।
এই সফরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ, যেখানে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান, ইংলিশ জায়ান্ট চেলসি ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আগামী ১ আগস্ট প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ এসি মিলান। এরপর ৪ আগস্ট বার্সেলোনা এবং ৭ আগস্ট চেলসির বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির শীষ্যরা।
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/বিটি