চ্যাম্পিয়ন্স লিগের প্রসঙ্গ তুললে সবার আগেই উঠে আসবে রিয়াল মাদ্রিদের নাম। শিরোপা জয়ের দিক থেকে স্প্যানিশ এই ক্লাবটির ধারেকাছেও নেই অন্য কোনো ক্লাব। এখন পর্যন্ত ১৫টি শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা যেন তাদের কাছে কোনো সাধারণ বিষয়।
গত এক দশকে ৬টি ফাইনাল খেলেছে রিয়াল মাদ্রিদ। আর সবগুলোতেই শিরোপা ঘরে তুলেছে দলটি। যার মধ্যে হ্যাটট্রিক শিরোপাও রয়েছে। তাছাড়া টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়নও এই জায়ান্ট ক্লাবটি। তবে নিজেদের পছন্দের টুর্নামেন্ট চলতি মৌসুমে ধুকছে তারা। ৫ ম্যাচের মধ্যে ২ জয়ের বিপরীতে ৩টি ম্যাচেই হেরেছে দলটি। এতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল।
রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান নিয়ে অনেকেই চিন্তিত। পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকায় দলটিকে নিয়ে বেশ আলোচনা চলছে। এ মৌসুমে তাদের খেলার ধরণ দেখে অনেকেই অনুমান করছেন, এবার বেশিদূর যেতে পারবে না রিয়াল মাদ্রিদ। তবে এসব কথায় কান দিচ্ছেন না ক্লাবটিতে তিনবার ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দেওয়া কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলছেন, এবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে লস ব্লাঙ্কোসরা।
আরও পড়ুন:
» সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে শনিবার মাঠে নামছে বাংলাদেশ
» ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনিশ্চিত সাকিব
বুধবার (২৭ নভেম্বর) লিভারপুলের বিপক্ষে হারের পর রিয়াল মাদ্রিদ ও কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। তবে এরই মাঝে ফাইনাল খেলার হুংকার দিয়ে রেখেছেন এই কোচ। স্বদেশি সাংবাদিক আলবার্টো সিরুতির কাছে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবো। আপনারা নিশ্চিত থাকুন, আমরা মিউনিখে ফাইনাল খেলবো।’
চলতি মৌসুমের শুরুতে থেকেই কিছুটা ভুগছে রিয়াল মাদ্রিদ। এর মূল কারণ হলো ইনজুরি। দলের তারকা ফুটবলাররা ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। সবশেষ ৮ ম্যাচে রিয়ালের ১২ জন ফুটবলার ইনজুরিতে পড়েছেন, যার মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, কামাভিঙ্গার মতো তারকারা রয়েছেন। তাছাড়া এদার মিলিতাও পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন। যার ফলে বেশিরভাগ তারকাদের ছাড়াই খেলতে হচ্ছে ক্লাবটিকে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়ম অনুযায়ী ৩৬ দলের মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে পা রাখবে। পরবর্তী ১৬ দল অর্থাৎ ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো কোয়ালিফাই খেলে শেষ ষোলোর জায়গা নিশ্চিত করবে।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/বিটি