Connect with us
ফুটবল

নাটকীয় ম্যাচে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল

Real won in Madrid Derby
মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গলে পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদ। আজ সমতায় ম্যাচ শেষ করতে পারলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে লস ব্লাঙ্কোসদের, এমনই ছিল সমীকরণ। তবে ঘরের মাঠে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে। নানা নাটকীয়তায় ঠাসা এই ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে নিজেদের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। এরপর দ্বিতীয়ার্ধে তা শোধ দেয়ার সহজ সুযোগ পেলেও তা হাতছাড়া হয় ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করলে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ১ গোলে পিছিয়ে থাকলে দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে; যেখানে রিয়াল জয় পায় ৪-২ গোলে।

ম্যাচের শুরুতে মাত্র ৩০ সেকেন্ডে কনর গ্যালাহেরের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। এটি চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ফুটবলার হিসেবে দ্রুততম গোল। রিয়াল দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালালেও ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিস ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল নিষ্পত্তি না হলে টাইব্রেকারে হয় ফলাফল নির্ধারণ।

আরও পড়ুন:

» আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

» প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে পিঙ্ক বল টেস্ট

টাইব্রেকারে রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুডিগার গোল করেছেন। আর অ্যাথলেটিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ ও আনহেল কোরয়ো গোল করলেও জুলিয়ান আলভারেজ ও মার্কোস লরেন্তে মিস করেন শট। অবশ্য আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুত কারণে, যা ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।  

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে থাকছে আর্সেনাল, যারা পিএসভি আইন্দোহভেনকে হারিয়ে শেষ আটে উঠেছে। রিয়াল ছাড়াও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্সেনাল, অ্যাস্টন ভিলা, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, এবং পিএসজি।

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল