Connect with us
ফুটবল

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়ালের জয়- সংগৃহীত

গেল রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রোমাঞ্চ ছড়িয়েছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াই। টানটান উত্তেজনাকর ম্যাচে ৮ গোল দেখা যায় দুই দলের ফুটবলারদের পা থেকে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে জোড়া গোলে ৫-৩ গোলের জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ।

গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। সেখান থেকেই জয় নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

উত্তেজনাকর ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গ্রিজম্যানের কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন এরমোসো। তবে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় রিয়াল মাদ্রিদ। এতে সমতায় ফিরতে বেশি দেরি হয়নি তাদের। ২০ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে হেড করে দলকে ক্ষমতায় ফেরান রুডিগার।

প্রথমার্ধেই লিড পেয়ে যায় রিয়াল। ম্যাচের ২৯ তম মিনিটে ডি-বক্সের মধ্যে বল পেয়ে আলতো ছোঁয়ায় জালে বল জড়ান ফারল্যান্ড মেন্ডি। তবে বেশিক্ষণ টিকে থাকেনি সেটি। আট মিনিট বাদেই গ্রিজম্যানের দারুণ নৈপুণ্যে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে আর কোনও গোল আসেনি উভয় দলের পক্ষ থেকে।

দ্বিতীয় আর্ধে আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে ম্যাচ। শুরুতেই একাধিক ভালো সুযোগ হাতছাড়া করে দুই দলের ফুটবলাররা। তবে ম্যাচের ৭৮ মিনিটে রিয়ালের রক্ষণের ভুলে ফের এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। মোরাতার চ্যালেঞ্জের মুখে গোল কিপার কেপার হাত ফসকে বল রুডিগারের গায়ে লেগে আত্মঘাতী গোল খায় রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৮৫ তম মিনিটে কারভাহালের জোড়ালো শটে পুনরায় সমতা টানে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোন গোল না হওয়ায় শঙ্কা থাকে ট্রাইবেকারে ম্যাচ গড়ানোর। তবে দ্বিতীয় আর্ধের শেষ মুহূর্তে হোসেলুর গোল থেকে এগিয়ে যায় রিয়াল।

গোল শোধ করার চেষ্টা আক্রমণে ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ম্যাচের যোগ করা সময়ে পালটা আক্রমণে ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করল তারা। দ্বিতীয় সেমিফাইনালে আজ মধ্যরাতে বার্সেলোনা খেলবে ওশাসুনার বিপক্ষে।

আরও পড়ুন: ফুটবলব্রাজিলের কোচ দরিভাল জুনিয়ারের জানা-অজানা গল্প

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল