মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রথমে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের এই জয়ের নায়ক জুড বেলিংহাম। জোড়া গোল করে দলেকে ২-১ ব্যবধানে জয় উপহার দিয়েছেন তিনি।
বেলিংহামের পায়ের জাদুতে ভর করে উড়ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমটা যেন বেলিংহামেই পরিপূর্ণ। তাই দল যখনই বিপদে পড়ে তাকে রক্ষা করে বেলিংহাম। তবে এর ব্যতিক্রম হয়নি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীআর্ধে জোড়া গোল করে দলকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বেলিংহাম।
শনিবার (২৮ অক্টোবর) বার্সেলোনার নতুন ঘর অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা।আর বার্সার হয়ে প্রথম গোলটি উপহার দেন ম্যানচেস্টার সিটি থেকে লোনে আসা ইলকে গুন্ডোগান। বার্সেলোনার হয়ে এটিই তার প্রথম গোল। ম্যাচের শুরুতেই গোল হলেও আর গোল পায়নি কোন দল। ১-০ তে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আনচেলত্তির শিষ্যরা।
প্রথমেই পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধ থেকে আধিপত্য বিস্তার করতে শুরু করে তারা। আর ম্যাচের ৬৮তম মিনিটে সেই কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ডি বক্সের বাইরে থেকে বেলিংহামের নেওয়া দুর্দান্ত শটে পরাস্ত হন গোলকিপার মার্ক স্টেগান। সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।
এরপর ১-১ গোলেই শেষ হতে চলেছিল ম্যাচটি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২তম মিনিটে আবারো বার্সেলোনার জালে বল জড়ান জুড বেলিংহাম। জয়সূচক এই গোলটিতে আ্যাসিস্ট করেন লুকা মদ্রিচ। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ের মধ্য দিয়ে জিরোনাকে টপকে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন: ক্যারিয়ারের ইতি টানা নিয়ে কী ইঙ্গিত দিলেন মাহমুদুল্লাহ?
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৩/এমটি