Connect with us
ফুটবল

রিয়ালের মোট ৫ গোল, দুই ব্রাজিলিয়ান দিলো ৪টি

REAL vs SULGBURG
তিন জনের পা থেকে এসেছে মো ৫ গোল। ছবি- গোল ডটকম

হঠাৎ করেই নিজেদের চেনা রূপ দেখাতে শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা-লিগার শীর্ষে থাকা রিয়াল চলমান চ্যাম্পিয়নস লিগে টেবিলের তলানীর দিকেই ছিল। তবে বুধবার (২২ জানুয়ারি) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভিনিসিয়ুস রদ্রিগোরা।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এবারের আসরের প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে। ৫টির মধ্যে ৪টি গোল এসেছে দুই ব্রাজিলিয়ানের পা থেকে।

Real UCL

ঘরে দাাঁড়িয়ে বড় জয় তুলে নিয়েছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রও।


আরও পড়ুন:

» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (২৩ জানুয়ারি ২৫)

» ঢাকা সফরে আসার প্রতিশ্রুতি দিলেন ফিফা সভাপতি


শেষ দিকে এক গোল শোধ করে অস্ট্রিয়ান ক্লাব। বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল। ৩২ দলের এই আসরে ২৪টি দল থেকে নকআউটপর্বে।

প্রথমপর্বে আটটি করে ম্যাচ শেষে প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে। লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলো খেলা। প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ আরও সাতটি দল।

Real   vs RB Selzburg

সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল

তবে বিপদে পড়ে গেছে ম্যানচেস্টার সিটি। পিএসজির কাছে হেরে সেরা ২৪-এর বাইরে চলে গেছে পেপ গার্দিওলার দল। সিটিকে হারালেও এখনো প্লে-অফ নিশ্চিত হয়নি পিএসজির। একই রাতের অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলে জার্মান ক্লাবটি হেরে গেছে ফেইনুর্দের কাছে।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল