বর্তমানে তারকা ফুটবলারে সমৃদ্ধ রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের শিবিরে সর্বশেষ সংযোজন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বরাবরের মতো একটি শক্তিশালী সাইডব্যাঞ্চ রয়েছে লস ব্লাঙ্কোসদের। এতে করে বেড়েছে দলের বিকল্প ফুটবলারের সংখ্যা। তাই এবার দলে থাকা ব্যক্তিগত ছুটি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
ফুটবলাররা যেন টানা ম্যাচ খেলে ক্লান্ত হয়ে না পড়েন, সেদিকে লক্ষ্য রাখবে রিয়াল মাদ্রিদ। আর তাই খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছেন রিয়ালের মাস্টারমাইন্ড। এদিকে এরই মাঝে এই মৌসুমে এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামদের ব্যক্তিগত ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছেন আনচেলত্তি।
এদিকে গতকাল রাতে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। এই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেছেন, ‘খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন আছে। তাদের ব্যাক্তিগত ছুটির প্রয়োজন এবং এ মৌসুমে আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত ছুটি দেওয়ার কথা ভাবছি।’
তিনি আরও বলেন, ‘আমরা মৌসুম চলাকালীন ফুটবলারদের এই ছুটি দেওয়ার কথা ভাবছি। খেলোয়াড়েরা যাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে, সেজন্য তাদের এক সপ্তাহর মত ছুটি দেওয়া যায়। বিশেষ করে যেসকল ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে, তাদের এটা প্রয়োজন। কেননা তারা আন্তর্জাতিক ফুটবলের বিরতির মাঝেও এক দিনের ছুটিও পায় না।’
আরও পড়ুন: হঠাৎ সরানো হলো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যু, কিন্তু কেন?
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/এফএএস